বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম “চাকরি খুজব না, চাকরি দেব” ২৫ জন তরুণ উদ্যোক্তাকে উদ্যোক্তা সম্মাননা ২০১৭ দিয়েছে। এ উপলক্ষে ৫ মে ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সোবহানবাগ ক্যাম্পাসে উদ্যোক্তা সম্মাননা-২০১৭ ও ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
চাকরি খুঁজব না চাকরি দেব-এর অন্যতম পরিচালক সাজ্জাত হোসেন জানান, ২০০ এর বেশি মনোনয়ন থেকে বিচারক মন্ডলী শেষ পর্যন্ত ২৫টি উদ্যোগকে নির্বাচিত করেছে। এর মধ্যে ১২ নবীন উদ্যোক্তা স্মারক, ১১টি উদ্যোক্তা সম্মাননা, একটি ইউসুফ চৌধুরী সম্মাননা এবং একটি নুরুল কাদের সম্মাননা দেওয়া হয়েছে।
বিডিওএসএনের কোষাধ্যক্ষ প্রমি নাহিদ জানান, ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে “চাকরি খুঁজব না, চাকরি দেব” সহস্রাধিক তরুণকে তাদের উদ্যোগ নিয়ে পথে নেমে পড়তে সাহায্য করেছে। তাদের মধ্য থেকে প্রতিবছর নির্বাচিতদের সম্মাননা দেওয়া হয়।
তিনি আরও জানান ২০১৫ সালের ইউসুপ চৌধুরী উদ্যোক্তা সম্মাননা বিজীয় মোহাম্মদ গাজী তৌহিদুর রহমান চলতি বছর এসএমই ফাউন্ডেশনের বর্ষসেরা উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন।
২৫ জন উদ্যোক্তা পেলেন সম্মাননা
previous post