কাতারের দোহায় অনুষ্ঠেয় ১৬তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও২০১৯)- এর বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক ৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও২০১৯)।এবারের বিডিজেএসও ২০১৯-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে আটটি শহরে।অঞ্চলগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও নেত্রকোনা।এবছর থেকে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে যুক্ত হচ্ছে প্রাইমারি ক্যাটাগরি।তাই এবার থেকে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে
প্রাইমারি (৩য়-৫ম), জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সেকেন্ডারি (৯ম-১০ম) এবং স্পেশাল (১১শ-১২শ, ১জানুয়ারি ২০০৪-এর পর যাদেরজন্ম)।
আঞ্চলিক পর্বে অংশ নিতে হলেশিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে।রেজিস্ট্রেশন করা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত।“আগে এলে আগে পাবেন”ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী রেজিস্ট্রেশনে রসুযোগ পাবে।একজন শিক্ষার্থী একটি মাত্র আঞ্চলিক পর্বে অংশ নিতে পারবে।তাই সুবিধাজনক কাছাকাছি একটি অঞ্চলে রেজিস্ট্রেশন করতে হবে।
৮টি অঞ্চল ছাড়া অনলাইনে আয়োজিত হবে একটিই-অলিম্পিয়াড।যেকোনশিক্ষার্থীbdjso.org/eOlympiadঠিকানায়রেজিস্ট্রেশনেরমাধ্যমেএইই-অলিম্পিয়াডে অংশ নিতে পারবে।এর বাইরে লক্ষ্মীপুর, পাবনা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, দিনাজপুর ও শরিয়তপুরে হবে স্কুল অলিম্পিয়াড।নির্ধারিতকিছুস্কুলেএইঅলিম্পিয়াডআয়োজিতহবে।আঞ্চলিকপর্ব, ই-অলিম্পিয়াডএবংস্কুলঅলিম্পিয়াডেরবিজয়ীদেরনিয়েআয়োজিতহবেজাতীয়পর্ব।জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে ঢাকায় আগস্টের তৃতীয় সপ্তাহে।জাতীয় পর্বের বাছাইকৃতরা অংশ নিবে ৫ম বিডিজেএস ও ক্যাম্পে।ক্যাম্প থেকে নির্বাচন করা হবে কাতারের দোহায় অনুষ্ঠেয় আইজেএস ও ২০১৯ এর বাংলাদেশ দল।
বরিশাল ও সিলেটের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৬জুলাই ২০১৯ তারিখ।চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর ও নেত্রকোণায় আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২আগস্ট এবং ঢাকার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৩আগস্ট ২০১৯ তারিখে।
আঞ্চলিক পর্বের রেজিস্ট্রেশনের স্থান
ঢাকা: শেলটেক নিরিবিলি (২য়তলা), ২১০/২এলিফেন্টরোড, ঢাকা, মোবাইল: ০১৯৭১৩৮৫৫৫১, ০১৫২১৪৫৭২৩৭।
চট্টগ্রাম: বাংলাদেশ শিশু একাডেমী, হিলভিউ রেসিডেন শিয়ালএরিয়া, পাঁচলাইশ, চট্টগ্রাম।মোবাইল:০১৫২১৩২৮৮৪২।
খুলনা: সানশাইনএডুকেশনকেয়ার, ১৪পুলিশলাইনপূর্বগলি, খুলনা।মোবাইল: ০১৬১০১৩৫৭৯০।
রাজশাহী: উদ্ভাসরাজশাহীশাখা, বাড়ীনং-১৫০/এ (৪র্থতলা), গ্রেটাররোড, কাদিরগঞ্জ।মোবাইল: ০১৭২৪৮২৮৫৯৩।
বরিশাল: ডিডব্লিওএফনার্সিংকলেজ, সিএন্ডভিরোড, (সরকারিটেক্সটাইলকলেজেরবিপরীতে), বরিশাল।মোবাইল: ০১৬৮৩২১৯৬৬৫।
সিলেট: বিজ্ঞানেরজন্যভালোবাসাটেন্ট, অর্জুনতলা, শাবিপ্রবি।মোবাইল: ০১৭৬৩৮৪১৮৮৪।
নেত্রকোণা: প্রেসক্লাব (উন্মেষ উচ্চ বিদ্যালয়ের বিপরীতে),মোক্তারপাড়া, নেত্রকোণামোবাইল: ০১৭৯৩৩৫৭১৮৯।
রংপুর,: টাউনহল (শহীদমিনারেরপাশে), রংপুর।মোবাইল: ০১৭৫৩৮১০০৩৭।
বিডিজেএস ও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন।আয়োজনটির টাইটেল স্পন্সর আল আরাফাহ
ইসলামী ব্যাংক লিমিটেড।গোল্ড স্পন্সর ইগলু আইসক্রিম।সহযোগি হিসেবে রয়েছে প্রথমআলো এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো ও বিজ্ঞান চিন্তা।অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে: www.bdjso.orgএই ওয়েবসাইটে।যেকোন তথ্যের জন্য যোগাযোগ করা যাবে info@bdjso.org, এই ইমেইলে।
প্রয়োজনে: মাহমুদমীম, সমন্বয়ক, বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, মোবাইল: ০১৬৭০২০৪০৪৫।