একটা গাড়ি কত দামের হতে পারে? বুগাটি ভেরন নামে সুপারকার নির্মাতা সম্পর্কে সবাই জানেন। অত্যন্ত শক্তিশালী ও মূল্যবান গাড়ি বানায় প্রতিষ্ঠানটি। আর এবার ল’র ব্ল্যাংক (L’Or Blanc) নামে পোর্সেলিনের একটি গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে বুগাটি ভেরন। গাড়িটির নামের অর্থ সাদা স্বর্ণ আর গাড়িটির মূল্য ২.৪ মিলিয়ন ডলার।
বুগাটির সুপাকার এতই শক্তিশালী যে, মাত্র ২.৪ সেকেন্ডে তা ০ থেকে ৬০ মাইল গতিবেগ অর্জন করতে পারে। এই গতিদানবের সর্বোচ্চ গতি ওঠে ঘণ্টায় ২৫৫ মাইল পর্যন্ত।
সারা বিশ্বে মাত্র সাড়ে চারশ বুগাটি ভেরন গাড়ি তৈরি হয়েছে। আর এ গাড়িগুলোর প্রতিটিই গ্রাহকের জন্য বিশেষ যত্ন দিয়ে বানিয়েছে বুগাটি। জার্মানির একটি পোর্সেলিন নির্মাতার সহযোগিতায় এবারের পোর্সেলিনের গাড়িটি বানানো হয়েছে।
এবার আগের মডেলগুলোর তুলনায় ভিন্নভাবে পোর্সেলিনের বডিযুক্ত একটি গাড়ি বানিয়েছে বুগাটি ভেরন। এ গাড়িটির অধিকাংশ অংশই পোর্সেলিনের নিখুঁত কাজের উদাহরণ। এমনকি দক্ষ শিল্পীরা হাতের তুলির ছোঁয়ায় নিখুঁতভাবে রঙ করেছেন গাড়িটি। ভেতরের সজ্জাও তৈরি হয়েছে বিশেষভাবে। আর প্রায় সব কাজেই ছিল পোর্সেলিনের ছোঁয়া।
কত্ত দামি পোর্সেলিন গাড়ি!
previous post