গুজব ছড়ানো ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু সাইবার ব্রিগেড (বিসিবি) করছে ছাত্রলীগ। সারাদেশে ছাত্রলীগের প্রায় ৪০ লাখ নেতা-কর্মীদের একটি সাইবার ইউনিটের আওতায় নিয়ে আসতেই বিসিবি করা হচ্ছে।
বঙ্গবন্ধু সাইবার ব্রিগেড হবে ছাত্রলীগের সাইবার ইউনিট। এখানে কেন্দ্রীয়ভাবে ও ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ছাত্রলীগ নেতাদের মাধ্যমে সারাদেশের ছাত্রলীগের পোস্টধারী নেতা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এমন সবাইকে যুক্ত করা হবে।
কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদকের মাধ্যমে মনিটরিং করা হবে।
পাশাপাশি প্রত্যেক জেলা ইউনিটের সাথে কেন্দ্র কানেক্ট থাকবে, আর উপজেলার সাথে কানেক্ট থাকবে ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা।
নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইস্যুতে কাজ করবে এ ইউনিট।
প্রত্যেকটি ইউনিটের মাধ্যমে সিভি কল করে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। সেপ্টেম্বরে ঢাকায় ট্রাফিক ক্যাম্পেইনে ছাত্রলীগ নামবে। তথ্যসূত্র: বিডিনিউজ।