এবার অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসের জন্য ‘ডার্ক মোড’ সুবিধা চালু করেছে ইউটিউব। এর আগেই অবশ্য আইওএস অপারেটিং সিস্টেমে এ সুবিধা চালু করা হয়েছিল।
ডার্ক মোড ফিচারটি কাজে লাগিয়ে রাতে অন্ধকারে কাজ করার সময় চোখের জন্য সহনশীল স্ক্রিনে ইউটিউবের স্ক্রিন দেখা যাবে। উজ্জ্বল আলোর পরিবর্তে রাতে ব্যবহার উপযোগী হালকা কালো রঙে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখা যাবে। ফলে চোখের ওপর চাপ কমবে।
ফিচারটি ব্যবহারের জন্য ইউটিউবের অ্যাকাউন্ট আইকনে ক্লিক করে সেটিংস অপশনে প্রবেশ করে ডার্ক থিম নির্বাচন করতে হবে। চাইলে যেকোনো সময় সেটিংসটি পরিবর্তনও করা যাবে। ফিচারটি পরখ করার জন্য পর্যায়ক্রমে সব ব্যবহারকারীকে ‘Try the new Dark Theme’ পাঠাবে ইউটিউব কর্তৃপক্ষ।এত দিন কম্পিউটারের পাশাপাশি আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে এ সুযোগ মিললেও এবার অ্যান্ড্রয়েডে এ সুবিধা চালু করা হলো।