বেসিসে পেওনিয়ার এর দক্ষিণ এশিয় প্রধান মিগুয়েল ওয়ারেনের সাথে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পেওনিয়ার বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিদ হাসান উপস্থিত ছিলেন। তিনি জানান, পেওনিয়ারের নানা কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।ফারহানা এ. রহমানসহ বেসিসের কয়েকজন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বেসিস-পেওনিয়ারের যৌথ কার্যক্রম বৃদ্ধি, বাংলাদেশের ব্যাংকগুলোর সাথে পেওনিয়ারের কার্যপরিধি এবং বেসিস সদস্য প্রতিষ্ঠানরা যেসব আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক প্রদর্শনীতে অংশ নেয় যেমন জাপান আইটি উইক, জাইটেক্স, সিবিট; সেসব প্রদর্শনীতে স্থানীয় ব্যবসায়ীদের সাথে বেসিস সদস্যদের সম্পৃক্ত করার ক্ষেত্রেও আগ্রহ প্রকাশ করেছে পেওনিয়ার।
বেসিস সদস্যদের জন্য নগদ প্রণোদনা গ্রহণের আবেদনের ক্ষেত্রে বিদেশী ক্লায়েন্ট এর ব্যাংকিং তথ্য প্রদানেও সহায়তার আশ্বাস দিয়েছে পেওনিয়ার। উক্ত সভায় অন্যান্যের মধ্যে বেসিস এর নগদ প্রণোদনা সংক্রান্ত কমিটির সদস্য জনাব আফফান কাজমি ও বেসিস সচিব হাশিম আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।