আজ থেকে ১৪ বছর আগে চালু হওয়া গুগল অ্যাডসেন্স নামক ডিজিটাল মার্কেটিং পদ্ধতি প্রায় শুরু থেকেই আমাদের দেশে অনেকের কাছেই গ্রহণযোগ্য বিষয় হয়ে আসছিল। সময়ের সঙ্গে অনেক কিছুই পাল্টে গেছে। এখন বাংলা ভাষার গ্রহণযোগ্যতা বেড়েছে অনেক ইন্টারনেট ব্যবহারকারীর কাছে। বিষয়টি গুগল অ্যাডসেন্স কর্তৃপক্ষের নজর কেড়েছে। তারই পরিপ্রেক্ষিতে গুগল অ্যাডসেন্স গত বছর তাদের আগের নীতিমালা পরিবর্তন করে বাংলা ভাষায় তৈরি ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপন নিয়ে ভালোভাবে কাজ করার অনুমতি দিয়েছে। এমন পরিস্থিতিতে যারা কাজ করছে গুগল অ্যাডসেন্স নিয়ে, আবার যারা বেশ আগ্রহী এ ব্যাপারে উভয়েরই আগ্রহ আগের তুলনায় আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে। আমাদের দেশ থেকে যে বা যারা একটি কমপিউটার ও ইন্টারনেট লাইনের সাহায্য নিয়ে অনলাইনে কাজ করে বৈদেশিক মুদ্রা উপার্জনের সঙ্গে নিজেদের জড়িত রাখছেন, তাদেরই বড় একটি অংশ গুগল অ্যাডসেন্সের কাজ করছে।