ব্যবহারকারীদের অজান্তেই তাদের অ্যাপল আইডি, অ্যাকাউন্ট ও পাসওয়ার্ডের তথ্য চুরি করতে আইফোনে ছড়িয়ে পড়ছে নতুন স্ক্যাম। ব্যবহারকারীদের বোকা বানাতে নতুন কৌশলও নিয়েছে সাইবার অপরাধীরা।
প্রথমে আইফোন ব্যবহারকারীদের বিনা মূল্যে এক বছর ‘স্পটিফাই’ ও ‘আইটিউনস’ ব্যবহারের লোভ দেখিয়ে ভুয়া বার্তা পাঠায় তারা। আর এ বার্তায় থাকা লিংকে ক্লিক করলেই অ্যাপলের ওয়েবসাইটের আদলে তৈরি ভুয়া সাইন ইন পেইজ চালু হয়। পেইজটিতে ব্যবহারকারীদের ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে বলা হয়। ইউজার নেইম ও পাসওয়ার্ড দিলেই তা চলে যায় সাইবার অপরাধীদের দখলে।
স্ক্যামটি এত নিখুঁতভাবে পরিচালনা করা হয়ে থাকে যে ব্যবহারকারীরা অনেক ক্ষেত্রেই তা শনাক্ত করতে পারে না।
তথ্যসূত্র : মেইল অনলাইন