একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের বিগত ১০ বছরের অর্জনগুলো তুলে ধরতে তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের ফোরাম ‘আমরাই ডিজিটাল বাংলাদেশ’ কাজ করে আসছে। গত দু’মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের বিগত ১০ বছরের অর্জনসমূহ তুলে ধরাসহ নানান ধরনের নির্বাচন সহায়ক কার্যক্রম পরিচালনা করছে ফোরামটি। এরই অংশ হিসেবে ২৬ ডিসেম্বর (বুধবার) রাজধানীর কাওরান বাজারস্থ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর অডিটরিয়ামে ‘ডিজিটাল বিপ্লবের ১০ বছর: শান্তি ও সমৃদ্ধির পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় গত ১০ বছরের ডিজিটাল উন্নয়ন অগ্রযাত্রার উপর মূল প্রবন্ধ পাঠ করেন ‘আমরাই ডিজিটাল বাংলাদেশ’ ফোরামের আহবায়ক লিয়াকত হোসেন। আলোচকরা গত দশ বছরে বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসলে ডিজিটাল বাংলাদেশের দ্বিতীয় পর্বের কাজের মাধ্যমে বিশ্বে উন্নত দেশের কাতারে দাঁড়াবে বলে প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ড. আলিম চৌধুরীর মেয়ে ড. নুজহাত চৌধুরী, ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, বিটিআরসির সাবেক চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ জামান ও সেক্রেটারি তৌহিদ হোসাইন, বেসিসের সাবেক সভাপতি আব্দুল্লাহ কাফি এবং আমরাই ডিজিটাল বাংলাদেশের সংগঠকরা।