সবাই খুজেছেন সাবিলা নূরকে। ২০১৭ সালে তাকে নিয়ে বেশ কিছু গুঞ্জন রটে। যার কারণে গুগলে সবাই বেশি সাবিলা নূরকে খুঁজেছে।
বাংলাদেশ থেকে গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করা ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থান দখলে নিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। সেরা ১০-এর এই তালিকা ছিল বিনোদন জগত আর ক্রিকেটারদের দখলে। আর সার্চ করা সেরা ১০ বিষয়ে দেখা গেছে ভারতীয় চলচ্চিত্রের আধিপত্য।
গুগলের প্রকাশিত তালিকায় দেখা যায় বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সার্চ করা সেরা দশ ব্যক্তি হচ্ছেন-
সাবিলা নূর, পর্ন তারকা মিয়া খলিফা,ক্রিকেটার তাসকিন আহমেদ, চিত্রনায়ক শাকিব খান,অভিনেতা মোশাররফ করিম, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় উঠে আসা জান্নাতুল নাঈম এভ্রিল। শুরুতে তাকে জয়ী ঘোষণা করা হলেও পরে তা ফিরিয়ে নেওয়া হয়।, ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।, ইউটিউবার তাওহীদ আফ্রিদি,চিত্রনায়িকা শবনম বুবলি, পাকিস্তানি সঙ্গীতশিল্পী আতিফ আসলাম
দেশ থেকে সবচেয়ে বেশি সার্চ করা বিষয়ের তালিকা-
তীর,জাগগা জাসুস (ভারতীয় কমেডি চলচ্চিত্র),দাঙ্গাল (বলিউড চলচ্চিত্র),ভারতের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল, এসএসসি ফলাফল,ভারতীয় চলচ্চিত্র মুন্না মাইকেল,ভারতীয় চলচ্চিত্র হাফ গার্লফ্রেন্ড,ডাব্লিউডাব্লিউই এক্সট্রিম রুলস (রেসলিং প্রতিযোগিতা ডাব্লিউডাব্লিউই-এর নীতিমালা),ভারতীয় চলচ্চিত্র রাবতা,বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল
সবচেয়ে বেশি সার্চ করা সেরা ১০ খবরের বিষয়-শিভাত্রি অ্যাসল্ট,জেএসসি প্রশ্ন,রোহিঙ্গা,আর্জেন্টিনা সাবমেরিন,বাংলাদেশের যৌন অপরাধী,একটি বাড়ি একটি খামার,মিস ওয়ার্ল্ড বাংলাদেশ,দূর্গা পূজা,চিকুনগুনিয়া ও ঘূর্ণিঝড় মোরা।