আগামী রোববার (২৭ জানুয়ারি) মাঠে গড়াচ্ছে সিটি আইটি ক্রিকেট টুর্নামেন্ট। গ্রুপ পর্বের এই খেলায় অংশ নিচ্ছে প্রযুক্তি অঙ্গনের ১২টি দল। দলগুলো হল- ব্রাভো সিটসা, ক্যানোন ডিলাইটার্স, ডাহুয়া স্কোর্চাস, ডি-লিংক এগার, ফেরোসিয়ার্স ফাইটার্স, জি-স্কিল রয়ালস, গান্স অফ ইউসিসি, আইটি প্রিলোডেড, স্মার্ট ওরিয়রস, টেক রিপাব্লিক লিমিটেড, টেন্ডা লিওপার্ড, দি পন্ডিতস। খেলা হবে টি২০ পদ্ধতিতে।
টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব মশিউর রহমান রাজু জানান, ইন্দিরা রোড ক্রিকেট একাডেমী মাঠে রোববার সাকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জাব্বার। আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে ক্যাস্পারস্কি , গিগাবাইট, এলজি, থারমালটেক ও জেটকে টেকো এবং ডেল ও জি. স্কিল্ল।
আয়োজক কমিটির আহবায়ক মাহতাব উদ্দিন আহমেদ জানিয়েছেন, বিসিএস কম্পিটার সিটির প্রয়াত দুই সাধারন সম্পাদকের স্বরণে এবারের টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে, ক্যাস্পারস্কি রাফেল-মুক্তাদির স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯।