২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত বাংলাদেশের ব্যবহৃত সি-মি-উই ৪ সাবমেরিন কেব্লের কক্সবাজার প্রান্তে প্রথম ও তৃতীয় রিপিটার প্রতিস্থাপনের কাজ চলবে। এ সময় কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে আন্তর্জাতিক কল ও ইন্টারনেটের ডেটা গ্রহণের সার্কিটগুলো বন্ধ থাকবে। এতে কিছু ক্ষেত্রে ইন্টারনেটের গতি শ্লথ হতে পারে।
তবে অপর সাবমেরিন কেব্ল নেটওয়ার্ক (সি-মি-উই ৫) চালু থাকবে। রাষ্ট্রমালিকানাধীন বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মোস্তাফা জব্বার বলেন, রক্ষণাবেক্ষণের সময় কোথাও কোনো সমস্যা হলে সি-মি-উই ৫ সাবমেরিন কেব্ল নেটওয়ার্ক থেকে ব্যান্ডউইডথ সরবরাহ করা হবে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা কোনো সমস্যায় পড়বেন না। গতি কমারও আশঙ্কা নেই।