স্টুডিও থেকে দুই বছরের বিরতীর পর দেশখ্যাত রক ব্যান্ড আরবোভাইরাস আগামী ১৪ এপ্রিল নিয়ে আসছে তাদের বহু প্রতীক্ষিত এক্সটেন্ডেড প্লে (ইপি) ‘অতঃপর’। এই ইপি শুধুমাত্র শোনা যাবে জিপি মিউজিক অ্যাপে। ইপি’তে থাকছে ৪টি গান যার তিনটি শ্রোতারা উপভোগ করতে পারবেন ১৪ এপ্রিল থেকে। চতুর্থটি নিয়ে আসা হবে এ বছরের মে মাসে।
অ্যালবামটিতে নতুন গানের পাশাপাশি এমন পুরনো গানও থাকবে যা ২০০৪ সালে তৈরি করা হয়েছিল। নতুন অ্যালবামের গানগুলিতে থাকবে আরবোভাইরাসের নিজস্ব স্বকীয়তার এক অনন্য পরিবেশনা যা শ্রোতাদেরকে স্মৃতি বিজরিত করে তুলবে। অ্যালবামের সাথে বের হবে একটি মিউজিক ভিডিও, থাকবে কনসার্ট ও ফ্যানদের সাথে মিট অ্যান্ড গ্রিট সেশন। একইসাথে আসছে একটি রকুমেন্টারি যাতে থাকবে আরবোভাইরাসের পথচলার না বলা গল্পগুলো, তাদের গান লেখার গল্প, অনুপ্রেরণা ও তাদের ভবিষ্যত পরিকল্পনাগুলো যা মাতিয়ে রাখবে অনুরাগীদের। কয়েকটি ছোট এপিসোডে রিলিজ হবে এই রকুমেন্টারিটি। মিউজিক ভিডিও ও রকুমেন্টারি পাবলিশ হবে জিপি মিউজিক ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
আরবোভাইরাসের মতে, এই অ্যালবামটি শুনে শ্রোতারা পরিচিত হবেন আরবোভাইরাসের একটি নতুন রুপের সাথে।
পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ৬৪এম ৫৩এস, মন্তব্য নিস্প্রোয়জন এবং বিশেষ দ্রষ্টব্য এর পর এটি আর্বোভাইরাস এর চতুর্থ স্টুডিও সংকলন।