বাংলাদেশে ডাটাকম ও গেজেট পণ্য পরিবেশনে প্রযুক্তি পণ্য সেবাদাতা প্রতিষ্ঠান টেক রিপাবলিককে নিয়োগ দিয়েছে প্রোলিংক। গত ১১ জানুয়ারি মিরপুরস্থ টেক রিপাবলিক দপ্তরে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের সহযোগী পণ্য পরিবেশকের সনদ দেয়া হয়। সনদটি টেক রিপাবলিক ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ফয়েজ মোরশেদের কাছে হস্তান্তর করেন প্রোলিংক পরিচালক স্যামুয়েল হান। এসময় টেক রিপাবলিক চেয়ারম্যান মশিউর রহমান রাজু, পরিচালক কাজী একরামুল গণি ও পণ্য ব্যবস্থাপক রাশেদুল হাসান উপস্থিত ছিলেন।
Baadshah
Baadshah is a professional It blogger and writer.
previous post