গতিতে বিশ্বনন্দিত লেক্সার ব্র্যান্ডের মেমরি কার্ডে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা ঘোষণা করেছে দেশের প্রতিশ্রুতিশীল প্রযুক্তি পণ্য সেবাদাতা প্রতিষ্ঠান টেক রিপাবলিক। অ্যাডাপ্টার সহ এই মেমরি কার্ডগুলোর ধারণ ক্ষমতা ৩২ জিবি থেকে ২৫৬জিবি। এরমধ্যে ৩২জিবির মূল্য ৬৫০টাকা, ৬৪জিবির মূল্য এক হাজার ১০০টাকা, ১২৮জিবির মূল্য দুই হাজার টাকা এবং ২৫৬ জিবির মূল্য চার হাজার টাকা। আল্ট্রা হাই স্পিড প্রযুক্তির এই ক্লাস টেন মেমরি কার্ডগুলোর তথ্য স্থানান্তর গতি ১০০ এমবিপিএস।
Baadshah
Baadshah is a professional It blogger and writer.