স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশের বাজারে রেনো থ্রি সিরিজ আনতে যাচ্ছে অপো। রেনো থ্রি প্রো স্মার্টফোনে থাকছে সর্বশেষ প্রযুক্তির পাঞ্চহোল অ্যামোলেড ডিসপ্লে যেখানে যুক্ত করা হয়েছে ৪৪ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক্যামেরা।
ব্যবহারকারীদের কাছে অত্যাধুনিক প্রযুক্তি এবং সর্বশেষ উদ্ভাবন পৌঁছে দিতে অপো নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের বাজারে আসছে অপো রেনো থ্রি প্রো। অত্যাধুনিক প্রযুক্তি এবং নজরকাড়া ডিজাইনের সমন্বয়ে এই ডিভাইসটি গ্রাহকদের দেবে দারুণ অভিজ্ঞতা।
অপো রেনো থ্রি প্রো স্মার্টফোনে আছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও পি৯৫ চিপসেট। মিডিয়াটেকের নতুন এই প্রসেসরে আছে অত্যাধুনিক এআই প্রসেসিং ইঞ্জিন যা ফোরজি স্মার্টফোনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এআই ক্যামেরা ফিচারের মাধ্যমে হেলিও পি৯৫ প্রসেসর দেবে প্রিমিয়াম ফটোগ্রাফির অভিজ্ঞতা। নজরকাড়া পোর্টেট ফটোগ্রাফির পাশাপাশি ফাস্ট ফেসিয়াল রিকগনিশন এবং ফুল বডি মুভমেন্ট ট্র্যাকিংয়ের মতো সুবিধাও পাওয়া যাবে এর মাধ্যমে। স্মার্টফোনে গেম খেলতে পছন্দ করেন, এমন ব্যবহারকারীদের জন্য এই চিপসেটে আছে মিডিয়াটেক হাইপার ইঞ্জিন গেমিং প্রযুক্তি যা দেবে দ্রুতগতি এবং ল্যাগমুক্ত গেমিং অভিজ্ঞতা।
রেনো থ্রি প্রো স্মার্টফোনে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে যার পিক্সেল ডেনসিটি ৪০৫ পিপিআই এবং ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে গরিলা গ্লাস ৫। সূর্যের আলোতে দারুণ ব্যবহার উপযোগী এই ফোনটির ডিসপ্লে। চোখ ধাঁধানো ডিসপ্লে থাকায় স্মার্টফোন ফটোগ্রাফিতে মনের মতো ছবি পাওয়া যাবে এর মাধ্যমে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে কালারওএস ৭।
যুগোপযোগী ফটোগ্রাফি প্রযুক্তি স্মার্টফোনে যুক্ত করার ক্ষেত্রে অপোর জুড়ি নেই। এই ফোনটিও তার ব্যতিক্রম নয়। এর প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে ৪৮ মেগাপিক্সেল জুম কোয়াডক্যাম সেটআপ যার মেইন সেন্সর ৪৮ মেগাপিক্সেল। থাকছে ১৩ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল মনো লেন্স। স্মার্টফোনটিতে ২০এক্স পর্যন্ত ডিজিটাল জুম সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে সেলফি তোলার জন্য রেনো থ্রি প্রো’তে থাকছে ৪৪ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা যাতে ব্যবহার করা হয়েছে ২৬ মিলিমিটার ওয়াইড লেন্স। এর সাথে থাকছে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।
দেশের বাজারে রেনো থ্রি সিরিজ নিয়ে আসা প্রসঙ্গে অপো বাংলাদেশ এইডি’র পিআর ও মার্কেটিং ম্যানেজার মি. ইফতেখার সানি বলেন, স্মার্টফোন বিশ্বের সর্বশেষ প্রযুক্তি এবং উদ্ভাবন বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে গত পাঁচ বছর ধরে কাজ করছে অপো। আর ব্যবহারকারীদের একেবারে নতুন অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে এবার অপো বাংলাদেশের বাজারে আনছে রেনো থ্রি প্রো যাতে থাকবে ৪৪ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল পাঞ্চহোল ক্যামেরা, মিডিয়াটেকের অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত চিপসেট।”
আজ থেকে স্মার্টফোনটির জন্য অগ্রিম বুকিং দিতে পারবেন ক্রেতারা। অগ্রিম বুকিং দেওয়া যাবে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ এবং পিকাবু থেকে। দেশের বাজারে অরোরাল ব্লু রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে ।
১ comment
Oppo shorom pawya jaba