কম দামে দারুন সব ফিচার নিয়ে বাজারে এলো অনরের নতুন ফোন। মডেল অনর প্লে নাইন এ। এই ফোনে রয়েছে শক্তিশালী ব্যাটারি। অনর দাবি করছে এই ফোন এক চার্জে চলবে টানা তিন দিন।
ফোনটিতে রয়েছে ৬.৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এতে অক্টাকোর মিডিয়াটেক প্রসেসর ব্যবহৃত হয়েছে। দুটি স্টোরেজ ভেরিয়েন্টে আপাতত চীনে এই ফোন লঞ্চ হয়েছে।
৬৪ জিবি স্টোরেজ ভার্সনের দাম ৮৯৯ ইয়েন। ১২৮ জিবি ভার্সনের দাম ১১৯৯ ইয়েন। কালো সাদা ও সবুজ রঙে পাওয়া যাবে এই ফোন।ডুয়াল সিমের অনর প্লে নাইন এ ফোনটি অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে। ৪ জিবি র্যামের এই ফোনে মিডিয়াটেক হেলিও পি৩৫ চিপসেট ব্যবহৃত হয়েছে।
এই ফোনের পিছনে দুটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে ১৩ মেগাপিক্সেলের সেন্সর। সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাকআপের জন্য ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে।