সাশ্রয়ী মূল্যের অন্যতম স্মার্টফোন হিসেবে বাজারে ট্রিপল রিয়ার ক্যামেরা ও ফাইভজি প্রযুক্তির নতুন স্মার্টফোন উন্মোচন করেছে ফিনল্যান্ডের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া। এইচএমডি গ্লোবালের নিয়ন্ত্রণে থাকা নকিয়ার নতুন এ স্মার্টফোনটিতে ওয়াটারড্রপ স্টাইল নচ ডিসপ্লে দেয়া হয়েছে।
নতুন নকিয়া জি৩০০ স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ দেয়া হয়েছে। ফোনটিতে ডুয়াল ন্যানো সিমকার্ড ব্যবহার করা যাবে। জি৩০০-এ ৬ দশমিক ৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ৭২০–১৬০০ পিক্সেল ও আসপেক্ট রেশিও ২০:৯। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৮০ চিপসেট রয়েছে। জিপিইউ হিসেবে অ্যাড্রেনো ৬১৯ যুক্ত করা হয়েছে। স্মার্টফোনটিতে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে।
নকিয়া জি৩০০ স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। প্রথমেই ১ দশমিক ৮ ফোকাল লেংথের ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেয়া হয়েছে। এরপর ৫ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা ও সবশেষে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য স্মার্টফোনের সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। বিভিন্ন ফিচারের পাশাপাশি ফোনের ক্যামেরায় ডেডিকেটেড নাইট মোড ও ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন ফিচার দেয়া হয়েছে।
নতুন এ স্মার্টফোনে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকলেও মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে এর পরিমাণ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। কানেক্টিভিটির দিক থেকে স্মার্টফোনটিতে ফাইভজি, ফোরজি এলটিই, ওয়াই-ফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ভার্সন ৫, জিপিএস/এজিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে। ফোনের পাওয়ার বাটনের সঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।
নকিয়া জি৩০০ স্মার্টফোনে ৪ হাজার ৪৭০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। স্মার্টফোনটি কোয়ালকমের কুইক চার্জ ৩.০ ফিচারও সমর্থন করে বলে জানা গেছে। ফোনটিতে অজো অডিও সাপোর্ট ফিচার রয়েছে। এ ফিচারের মাধ্যমে ভিডিও দেখার ক্ষেত্রে স্পেশাল অডিও এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
বাজারে ৪/৬৪ জিবি ভ্যারিয়েন্টে মেটেওর গ্রে বা উল্কা ধূসর রঙে স্মার্টফোনটি কেনা যাবে। এর বাজারমূল্য ১৯৯ ডলার। —গ্যাজেটস থ্রিসিক্সটি