একটা পরিবারে কত সদস্য হতে পারে? বড়জোর ৮ জন। কিন্তু সার্চ ইংলিশ এখন ৮ লাখ সদস্যর পরিবার। এ পরিবার আন্তর্জাতিক পরিমণ্ডল ছাড়িয়ে। বিশ্বের সবচয়ে বড় পরিবার সার্চ ইংলিশ। ফেসবুকের সার্চ ইংলিশ গ্রুপই সবচেয়ে বড় গ্রুপ যেখানে আট লাখ সদস্য রয়েছে। এতে অনেকেই সক্রিয়ভাবে ইংরেজি চর্চা করেন।
সার্চ ইংলিশ সম্পর্কে এর প্রতিষ্ঠাতা রাজীব আহমেদ বলেন, অধীর আগ্রহে আট লাখের জন্য অপেক্ষায় ছিলাম। আজ সে মাইলফলক পার হল।
সার্চ ইংলিশ এমন গ্রুপ যেখানে অবাধ ইংরেজি চর্চা হয় কমেন্টে। কেউ ভুল ধরেনা। মাতব্বরি করেনা। সবার সমান সুযোগ । কিন্তু নারী সদস্যদের নীপিড়ন করা হলে কঠোর ব্যবস্থা।
সার্চ ইংলিশ ইতিমধ্যে ফেসবুকের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে। সার্চ ইংলিশ গ্রুপ নিয়ে তথ্যচিত্র বানিয়েছে ফেসবুক। গ্রুপটি এখন ১০ লাখ সদস্য হ্ওয়ার দিকে দ্রুত ছুটে যাচ্ছে। ৮ লাখের মাইলফল স্পর্শ করায় সার্চ ইংলিশ গ্রুপের সব সদস্যকে শুভেচ্ছা।
previous post
১ comment
[…] ইংলিশ এখন আট লাখ সদস্যের একটি গ্রুপ। এ গ্রুপে অনেকেই সক্রিয়ভাবে ইংরেজি […]