ইকমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ইক্যাব) সদস্য যান্ত্রিক ও দ্যা মল এর সহযোগিতায় উত্তরার ক্যাম্প ফায়ার রেস্টুরেন্টে সম্প্রতি ইক্যাব সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সাথে দ্য চেঞ্জ মেকার্স টিমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উত্তরা এরিয়ার ইক্যাব সদস্যরা নিজেদের মধ্যে নেটওয়ার্কিংয়ের পাশাপাশি স্বতঃস্ফুর্তভাবে ভবিষ্যৎ ইক্যাব সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।
অদম্য প্রকাশের প্রধান নির্বাহী নাজিব রাফি অনুষ্ঠানে ইক্যাবের অতীত কার্যক্রম প্রশংসনীয় বলে দাবি করার পাশাপাশি পরবর্তি নির্বাচিত প্রতিনিধিদের আরও বেশি দায়িত্বশীল ও জবাবদিহী হতে হবে বলে মতামত ব্যক্ত করেন। এছাড়াও ভ্যাট-ট্যাক্স বিষয়ে সদস্যদের পাশে ইক্যাবের থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা কোন লিগ্যাল হিউম্যান রিসোর্স ছাড়া কিভাবে তাদের কোম্পানিকে দেশের আইনের সাথে সামঞ্জস্য রেখে পরিচালিত করতে পারে সে ব্যাপারে চিন্তা করার অনুরোধ করেন।
সদস্য প্রতিষ্ঠান এক্সেল কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা জামান বলেন, ইকমার্স খাতকে এগিয়ে নেয়ার জন্য সুষম ইকোসিস্টেম এর বিকল্প নাই। বর্তমান সময়ে সরকারের এত বেশি উৎসাহ, সহযোগিতা ইত্যাদি থাকা সত্তে¡ও শুধুমাত্র দুর্দর্শিতার অভাবে সৃষ্টি হওয়া ইকমার্স সেক্টরের ব্র্যান্ড ইমেজ উদ্ধারে সবাইকে সঠিকভাবে কার্যক্রম পরিচালনার অনুরোধ করেন।
একই সাথে হুরাইরা শিশির নামে নতুন একজন ইক্যাব সদস্য বলেন তার ব্যবসা সরাসরি কোন পণ্য না আবার সচারাচার ধারার কোন ইকমার্সও না। ফলে, তার বিজনেসে মূলধারার রেভিনিউ মডেল না থাকায় তিনি বিনিয়োগ বঞ্চিত হচ্ছেন। কিভাবে শুধু রেভিনিউকে লক্ষ্য না করে সামাজিক দায়িত্ববোধ পালনের মাধ্যমেও স্টার্টআপ ইকমার্সগুলো এগিয়ে যেতে পারে তিনি সে ব্যাপারে আগামীর ইক্যাবকে চিন্তা করার ব্যাপারে বলেন।
চেঞ্জ মেকার্স টিমের পক্ষ থেকে অনুষ্ঠানে জানানো হয়, সদস্যদের বিনা মূল্যে বিভিন্ন সেবা দেয়ার জন্য তারা একটি সেল তৈরি করবে এবং সেটি নির্বাচনে জেতা বা হারার উপর নির্ভর করবে না। এছাড়া বিভিন্ন ধরনের আইনি ব্যাপারগুলোতে ইকমার্স ইন্ডাস্ট্রির সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর দিকে এগিয়ে যাবার অঙ্গীকার করেন চেঞ্জ মেকার্স টিমে সংযুক্ত অভিজ্ঞ ইকমার্স ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে চেঞ্জ মেকার্স টিম থেকে নমিনেশন নেয়া ব্যক্তিরা তাদের পরিচয় প্রদান করেন এবং সদস্যদের মতামত মূল্যায়ন করে একটি বাস্তবিক ইশতেহার প্রদান করার অঙ্গীকার করেন। দ্যা চেঞ্জ মেকার্স টিমের সদস্য ওয়াসিম আলিম (বাংলামেডস), মোঃ তাসদীখ হাবীব (ক্লিনফোর্স লিমিটেড), জিসান কিংশুক হক (আরটিএস এন্টারপ্রাইজ), ফাতিমা বেগম (আদি বিডি), আশরাফুজ্জামান (ভার্চুয়াল মার্কেট সল্যুশন লিমিটেড), মোজাম্মেল হক মৃধা (কিনলে ডট কম), আবু সুফিয়ান নিলাভ (নিজল ক্রিয়েটিভ), বিপ্লব ঘোষ রাহুল (ই-কুরিয়ার), মরিন তালুকদার (পিকাবো), ইলমুল হক সজিব (সেবা.এক্সওয়াইজেড), নুসরাত আক্তার লোপা (হুর নুসরাত) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।