গত বছর প্রথমবারের মতো Papyrus Pub এবং Curious Dhaka যৌথভাবে আয়োজন করেছিল BookHunt with Papyrus Pub. বইপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বইশিকারের এই বড় আয়োজনটি সফলভাবে সমাপ্ত হয়েছিল। বইপ্রেমীদের তুমুল আগ্রহের কারণে আমরা কথা দিয়েছিলাম, হরেক রকমের দুষ্প্রাপ্য ও অ্যান্টিক বইয়ের সম্ভার নিয়ে আমরা আবার আপনাদের কাছে আসবো। আগামী ৩০ মার্চ, ২০১৮ তারিখে আমরা কথা রাখতে যাচ্ছি। Papyrus Pub এর দ্বিতীয় বই প্রদর্শনী ও মেলায় আপনারা সবাই সাদরে আমন্ত্রিত।
প্রদর্শনীতে যথারীতি থাকছে বিভিন্ন স্বাদের এবং বিভিন্ন যুগের দুর্লভ ও দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রহ। আমরা নিশ্চিত করতে পারি, মহাকালের সাক্ষী এই বইগুলি ছুঁয়ে দেখার অনুভূতির সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না। বহুবর্ষপ্রাচীন এসব বইয়ের গন্ধ আপনাকে অদ্ভুত ঘোরলাগা এক জগতে নিয়ে যাবে।
প্রদর্শনীতে বিভিন্ন ধরনের বইয়ের মধ্যে অবশ্যই পাবেন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বইয়ের বড়সড় একটি সংগ্রহ। সাথে বিশেষ আকর্ষণ হিসাবে থাকবে বেশ কিছু সংগ্রহে রাখার মতো দুর্লভ ডাকটিকেট।
Papyrus Pub এর বইশিকার অভিযানের সহযাত্রী হিসাবে এবারও থাকছে প্রকাশনা প্রতিষ্ঠান Curious Dhaka.
আমরা চাই বই পড়া, বই কেনা ও বই সংগ্রহে রাখার ব্যাপারে আমাদের আগ্রহ আরো বাড়ুক। আমরা চাই আমাদের ঘর, বারান্দা, ড্রয়িং রুম, লিভিং রুমে উপচে পড়ুক খালি বই আর বই। কারণ যে ঘরে বই থাকে, সে ঘরে অন্য আসবাব গৌণ হয়ে যায়।
তাহলে দেখা হচ্ছে ৩০ মার্চ শুক্রবার।
ব্যাকপ্যাক, হাতব্যাগ, ভ্যানিটি ব্যাগ আর বস্তা নিয়ে চলে আসুন বই শিকারে।
ফেসবুক ইভেন্ট: https://www.facebook.com/events/181282639316988/
স্থান: ৩৭৮/১ ফ্রি স্কুল স্ট্রিট, কাঠালবাগান, ঢাকা
ফোন: ০১৭১৭ ১০০ ৬৮৭