পরিচিত নম্বর থেকে কেউ টাকা চাইলে তা দেওয়ার আছে দুবার ভাবুন। নম্বরটির লোক ঠিক আছে তো? এখন তো হরহামেশা মোবাইল নম্বর ক্লোন হচ্ছে। মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা করছে কয়েকটি চক্র। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের মোবাইল নম্বর ‘ক্লোন’ করে প্রতারণা করছে কয়েকটি চক্র। সম্প্রতি বিভিন্ন জেলার ডিসি ও ইউএনওসহ সরকারি অফিসের উচ্চপদস্থ ব্যক্তিদের মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রতারণা করে হাতিয়ে নেয়া হয়েছে লাখ লাখ টাকা।
একটি সফটওয়্যারের মাধ্যমে যেকোনো ব্যক্তির মোবাইল নম্বর হুবহু নকল করে কাউকে ফোন করা যায়। যার মোবাইলে ফোনটি আসছে তিনি কোনোভাবেই বুঝতে পারবেন না ফোনটি আসল ব্যক্তি করেছেন না ‘ক্লোন’ করে অন্য কেউ করেছেন।
সংঘবদ্ধভাবে ইতোমধ্যে কুষ্টিয়া, সিরাজগঞ্জ, নীলফামারী, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ আরো অনেক জেলার ডিসির মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা করেছে। এছাড়া ভোলা, কক্সবাজার, চট্টগ্রাম, কুষ্টিয়া, ঠাকুরগাঁও, চাঁদপুর, মেহেরপুর এবং বাগেরহাটসহ ৪০টির বেশি উপজেলার ইউএনও-র পরিচয় দিয়ে এ পর্যন্ত প্রায় ৫০ লাখ হাতিয়ে নেয়া হয়েছে।
প্রতারক চক্র ইয়েস কার্ড অ্যাপস এর মাধ্যমে মোবাইল নম্বর ক্লোন করে নিজেরা ইউএনও ও ডিসির পরিচয়ে গম, চাল এবং অন্যান্য কাজের জন্য বরাদ্দের কথা বলে বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও জনসাধারণের কাছ থেকে বিকাশ নম্বরের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
সিম ক্লোনিং কি
মোবাইল ফোনের খুবই গুরুত্বপূর্ণ অংশ সিম (সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল) কার্ড। সিম নম্বর ক্লোনের মাধ্যমে প্রতারণা ও ফাঁদে ফেলার জাল বুনছে এক শ্রেণীর অপরাধ চক্র। আবার জনসাধারণ বা বিশিষ্টজনদেরসিম ক্লোনিং মাধ্যমে প্রতারণা, ব্লাকমেইলিং, হমকিও দিচ্ছে প্রতারক, জঙ্গী অপরাধীরা।
তথ্যপ্রযুক্তির ভাষায় ক্লোনিং হলো- মোবাইল সিম নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন করে কাউকে কল দেওয়া। এক্ষেত্রে অপারেটর পরিবর্তন করা হলেও কলগ্রহীতার মোবাইল সেটে সেভ করা ব্যক্তির নাম দেখাবে। তবে যদি নম্বরটি সেভ না থাকে তাহলে কলগ্রহীতার কাছে অপরিচিত নম্বর হিসেবে দেখাবে।
কিভাবে বুঝবেন আপনি সিম ক্লোনিং এর শিকার হয়েছেন
অপরিচিত নাম্বার থেকে মিসড কল এলে আপনি কল ব্যাক করার পূর্বে ভালো করে চিহ্নিত করবার চেষ্টা করুন যে এটি কার নাম্বার। অথবা কল ব্যাক করা বন্ধ করুন।
সিম ক্লোনিং হতে হলে মিসড কল আসবে। ডাইরেক্ট রিং হলে সেটি রিসিভ করলে আপনি সিম ক্লোনিং এর শিকার হবেন না। মিসড কল এলেই সতর্ক হন।
যদি দেখেন আপনার সেল ফোনের ব্যালান্স অকারণে কমে যাচ্ছে।
আপনার সেল ফোন টি এখনি বন্ধ করে অন্য একটি নাম্বার থেকে আপনার নাম্বারে ফোন দিন। দেখুন রিং হয় কিনা। রিং হলে আপনি সিম ক্লোনিং এর শিকার।
অকারণে মোবাইল সেট/ডিভাইস থেকে সিম বের করা হলে বা অপরিচিত কেউ এই কাজটি করলে ।
মোবাইল সেট/ডিভাইস সার্ভিসিং এর সময় এ ঘটনা ঘটতে পারে।
মোবাইল সেট/ডিভাইস এর অভ্যন্তরে অনাকাঙ্ক্ষিত নতুন কোন সফটওয়্যার/এপস বা ক্ষুদ্র যন্ত্রাংশের উপস্থিতি।
সিম ক্লোনিং এর শিকার হলে কি করবেন?
একটু অসাবধান হলেই যে কেউ সিম ক্লোনিং এর শিকার হতে পারেন। তবে, সরকার সাইবার ক্রাইমের হাত থেকে দেশের নাগরিকদের রক্ষা করা জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহন করছে। সিম ক্লোনিং সংশ্লিষ্ট যে কোনো রকম হয়রানির শিকার হলে তাহলে যা করবেন, তা হল-
নিকটস্থ থানায় যোগাযোগ করুন।
বিষয়টি যদি তথ্য প্রযুক্তি আইন, ২০০৬ এর আওতায় পড়ে তাহলে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ এর সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করুন বা প্রয়োজনে সাধারন ডায়েরি করে রাখতে পারেন।
যদি থানায় কোনো কারণে অভিযোগ গ্রহণ না করে তাহলে নিকটস্থ বিচারিক ম্যাজিস্ট্রেটের আদালতে কমপ্লেইন্ট পিটিশন দায়ের করতে পারেন।
যদি কোনো কারনে তাও সম্ভব না হয় তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ এর আওতায় নিয়ন্ত্রক, সিসিএ বরাবর অভিযোগ দায়ের করতে পারেন।
নিয়ন্ত্রক, সিসিএ বরাবর অভিযোগ দায়ের এর ক্ষেত্রে সরাসরি ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমেও অভিযোগ দায়ের করা যাবে। ইমেইল: info@cca.gov.bd
বিস্তারিত জানতে ফোন করুন- ০২-৫৫০০৬৮১৯ বা ভিজিট করুন www.cca.gov.bd
তথ্যসূত্র: nhd.gov.bd
১ comment
[…] […]