বিশ্বের সব মোবাইল কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন জিএসএম অ্যাসোসিয়েশন GSM Asscociation (GSMA) আজ বাংলাদেশের মোবাইল ইন্টারনেট নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। এটি পাওয়া যাবে এখানে https://goo.gl/QUeB5R
প্রতিবেদনে দেশের মোবাইল ইন্টারনেটের হাল হকিকতের বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য চলে এসেছে। সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য হচ্ছে্-
- দেশে এখনো মাত্র ২১% এর কম মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে। সংখ্যায় এটি ৩.৫ কোটি, যদিও সরকারের (বিটিআরসি) পক্ষ থেকে বলা হয় ৭ কোটি ব্যবহারকারী।
-
এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় আমাদের দেশ ইন্টারনেট গতির হার সবচেয়ে খারাপ। নেপাল বা মায়ানমারের মতো দেশেও স্পিড আমাদের থেকে দ্বিগুন।
৫ বছর হয়ে গেলেও 3G ব্যবহারের হার মাত্র ২৯% - বাংলাদেশ জনগণের মধ্যে ইন্টারনেট প্রসারের সবচেয়ে বড় বাধা ‘Affordibility’ (ক্রয়ক্ষমতা) বর্তমানে যে ডাটা রেট আছে, তাতে ইন্টারনেট ব্যবহার করতে হলে একজন নিম্নবিত্ত ব্যক্তির মাসিক আয়ের ১০% এর বেশি দিতে হবে মোবাইল কোম্পানিগুলোকে!