অনেকের শখ থাকে কিছুদিন পরপর বা প্রতিদিনই স্মার্টফোনের ওয়ালপেপার বদলাতে পছন্দ করেন। তাদের জন্য দারুন সুখবর আনলো ‘ফোরকে ওয়ালপেপার’ নামে একটি অ্যাপ।। চমৎকার কিছু ওয়ালপেপারের মাধ্যমে স্মার্টফোনকে সহজেই রঙ্গিন করে তোলা যাবে। পছন্দমতো ওয়ালপেপার খুঁজে পেতে বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে বেড়ানো সময় সাপেক্ষ একটি কাজ। তবে সহজে নিত্য নতুন ওয়ালপেপার খুঁজে পেতে ব্যবহার করা যেতে পারে ‘ফোরকে ওয়ালপেপার’ নামের অ্যাপটি।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচার সমূহ জেনে নেই:
- অ্যাপটিতে বিভাগ অনুযায়ী বিভিন্ন ওয়ালপেপার খুঁজে পাওয়া যাবে। খাবার, প্রকৃতি, টেকনোলজি, পশুপাখি ইত্যা়দি ক্যাটাগরি রয়েছে এতে।
- মাত্র এক ক্লিকেই পছন্দের ছবিটি ফোনের ওয়ালপেপার হিসেবে দেওয়া যাবে।
- অ্যাপে থাকা সবগুলো ছবিই হাই-রেজুলেশনের। ফলে ওয়ালপেপারের রেজুলেশন নিয়ে ঝামেলা হবে না।
- হাই-রেজুলেশনের হলেও অ্যাপটিতে ছবি সাইজ তুলনামূলকভাবে কম। যেন ব্যেবহারকারীদের ডেটা কম খরচ হয়।
- অ্যাপটিতে হ্যাশট্যাগ বা কিওয়ার্ড দিয়ে সার্চ করে ওয়ালপেপার খুঁজে পাওয়ার সুবিধা রয়েছে।
- অ্যাপটি অনলাইন নির্ভর। তাই এটি ব্যবহার করতে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে।
গুগল প্লেতে ৪.৭ রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটি ৫০ হাজারের বেশি ডাউনলোড হয়েছে। বিনামূল্যে এই ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করে ব্যরবহার করা যাবে।