বিশ্বের বেশিরভাগ কোম্পানি এবং প্রতিষ্ঠান গুলোর মধ্যে ওরাকল ক্লাউড সেবা গ্রহণের প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক সময়ে। একমাত্র স্বয়ংস্ম্পূর্ণ সেবা প্রদানে সক্ষমতার কারনেই এই প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এখন প্রতিদিন ওরাকল ক্লাউডের মাধ্যমে বিশ্বের ১৯৫টি দেশে ৫৫ বিলিয়ন পরিমান ট্রানজেকশন হয়। খুব সম্প্রতি আলসি, ব্রডকমলিমিটেড, এক্সিলন, গনজাগাইউনিভার্সিটি, হেনিকেন আরবান পোলো, প্রভিডেনস সেন্ট যোসেফ হেলথ, সিনক্লিয়ার ব্রডকাস্ট গ্রুপ এবং টি মোবাইল এই সেবা গ্রহন করেছে।
ওরাকলের প্রডাক্ট ডেভেলপমেন্টের সভাপতি থমাস কুরিয়ান ওরাকল ক্লাউড এর এই চাহিদা তৈরি কে প্রতিষ্ঠানের অন্যতম সাফল্য হিসেবে উল্লেখ করে বলেন, “প্রতিষ্ঠানের আধুনিকতা এবং সক্ষমতা জিনিসটাকে নতুন করে সংগায়িত করেছে ওরাকল ক্লাউড। ফলে কোম্পানিগুলো নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। প্রতিযোগিদের কাছ থেকে এগিয়ে থাকতে সকলেই ওরাকল ক্লাউডের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন। এই প্রান্তিকে আমরা যে অগ্রগতি লক্ষ্য করছি তা সত্যিই অনন্য।”