আধুনিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষিত মানবসম্পদ তৈরির মাধ্যমে মোবাইল গেইম ও এপ্লিকেশন উন্নয়নে স্থানীয় বাজার সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্যে বাংলাদেশকে প্রস্তুত করার লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে মোবাইল গেইম ও এপ্লিকেশন তৈরির ওপর দেশব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ প্রদানের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় মোট ১৬,১০০ তরুণ-তরুণীকে মোবাইল গেইম ও এপ্লিকেশন তৈরির দক্ষতা উন্নয়নে নিম্নোক্ত প্রশিক্ষণ কোর্সসমূহে নিবিড় প্রশিক্ষণ দেয়া হবে
ক্রমিক নং | প্রশিক্ষণ কোর্সের নাম | প্রশিক্ষণ কোর্সের সময়কাল | মোট প্রশিক্ষণার্থী |
১ | ট্রেনিং ফর এ্যাপ ডেভেলপার (এন্ড্রয়েড) | ২০০ ঘন্টা | ৭০০০ |
২ | ট্রেনিং ফর এ্যাপ ডেভেলপার (আইওএস) | ২০০ ঘন্টা | ১৭৫০ |
৩ | ট্রেনিং ফর গেইম এ্যানিমেটর | ২০০ ঘন্টা | ২৮০০ |
৪ | ট্রেনিং ফর ইউএক্স এন্ড ইউআই ডিজাইনার | ৭৫ ঘন্টা | ২৮০০ |
৫ | ট্রেনিং ফর এ্যাপ মনিটাইজেশন, ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং | ৯০ ঘন্টা | ১৭৫০ |
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ http://gameapp.gov.bd/training/
ট্রেনিং ফর এ্যাপ মনিটাইজেশন, ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং: ১৭৫০ জন
নিন্মোক্ত যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীগণ নিবন্ধন ও নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে পারবেন।
প্রশিক্ষণার্থীর যোগ্যতাঃ
আগ্রহী প্রার্থীর অবশ্যই এন্ড্রয়েড ও আইওএস অ্যাপ্লিকেশন এর উপর মৌলিক ধারনা থাকতে হবে।
বর্তমানে একযোগে সারা দেশে অনলাইনে প্রশিক্ষণার্থী নিবন্ধন ও নির্বাচনী পরীক্ষা চলছে , আগ্রহীরা আজই যোগাযোগ করুন। এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করার জন্যে ওয়েব লিংক: https://appmonetizationbd.com/
তথ্যসূত্র: বিজ্ঞপ্তি।