২০১৮ সালের প্রথম প্রান্তিকে, অর্থাৎ, জানুয়ারি থেকে মার্চ এ তিন মাসের হিসাবে স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। এর আগে, ২০১৭ সালের প্রথম প্রান্তিকেও স্মার্টফোন বাজারের শীর্ষে ছিল স্যামসাংয়ের স্মার্টফোন।
বাজার গবেষণার বৈশ্বিক প্রতিষ্ঠান গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, এ বছর স্যামসাং বাজারের ২০ দশমিক ৫ শতাংশ শেয়ার দখলে রেখেছে। বছরের প্রথম প্রান্তিকে স্যামসাং বিশ্বে সাত কোটি ৮৫ লাখ ৬৪ হাজার ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে। গার্টনারের তথ্য অনুযায়ী, বাজার দখলের হিসাবে স্যামসাংয়ের পরই রয়েছে অ্যাপল। তবে চীনা ব্র্যান্ডগুলো সম্মিলিতভাবে বাজারের ৭০ ভাগ অংশ নিজেদের দখলে রেখেছে।
স্মার্টফোনের বৈশ্বিক বাজারে ২০১৭ সালের প্রথম প্রান্তিকের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে ১ দশমিক ৩ শতাংশ বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে। এতে এ বছর স্মার্টফোনের বাজারে সামান্য উন্নয়ন লক্ষণীয়। গার্টনারের তালিকা অনুসারেস্যামসাংয়ের পরে স্মার্টফোনের বাজারে অবস্থান করছে—অ্যাপল, হুয়াওয়ে, শাওমি ও অপো।