ওরাকল ক্লাউড ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ওরাকলের চীফ টেকনোলজি অফিসার এবং চেয়ারম্যান ল্যারি এলিসন সম্প্রতি ওরাকল ক্লাউড আপগ্রেডেশনের খরচ কমানোর ঘোষণা দিয়েছেন। এর ফলে ওরাকল ক্লাউড গ্রাহকদের সময় এবং খরচ দুটোই শতকরা ৩০ শতাংশ হ্রাস পাবে। এর ফলে মাত্র ২০ সপ্তাহে এই আপগ্রেডেশন সম্পন্ন করা যাবে কাজে কোন রকম ব্যাঘাত না ঘটিয়ে।
ওরাকলের চীফ টেকনোলজি অফিসার ও চেয়ারম্যান বলেন, “এখন ওরাকল ই বিজনেস স্যুইট থেকে ওরাকল ফিউশন ইআরপি’তে আপগ্রেড করার প্রক্রিয়া অনেক সহজ। এর ফলে সবকিছুই হবে অটোমেটেড। ওরাকল সোলার কেউ যদি এখন পছন্দ করেন তাহলে এটাই হবে শেষ আপগ্রেড।”
ওরাকল সোলার এ রয়েছে ডিসকভারি এসেসমেন্ট, প্রসেস এনালাইজার, অটোমেটেড ডাটা, কনফিগারেশন মাইগ্রেশন ইউটিলিটিস এবং রেপিড ইন্টিগ্রেশন টুলস।