গত ২৭ শে জুন বাংলাদেশের এক মাত্র ট্রাভেল মার্কেটপ্লেস টুর ডটকম ডটবিডি Tour.com.bd ফেইসবুকের ‘এফবিস্ট্রাট’ প্রোগ্রামের আওতাধীন ৪০ হাজার ডলারের কারিগরী সহযোগিতা পেয়েছে । এটা দিয়ে টুর ডটকম ডটবিডি Tour.com.bd পরবর্তিতে তার অবকাঠামো উন্নয়ন এবং মার্কেট বিস্তারে ব্যবহার করতে পারবে । এছাড়াও টুর ডটকম ডটবিডি Tour.com.bd তার ব্যবসাকে এগিয়ে নিতে ফেইসবুকের পার্টনার প্রোগ্রাম যেমন আমাজন ওয়েব সার্ভিস, মেইলচিম, ড্রপবক্স, ইউসারটেস্টিং, জেনডেক্স সহ কিছু এনালিটিক্স টুলস ফ্রি ব্যবহার করতে পারবে।
সব থেকে বড় সুবিধা হলো টুর ডটকম ডটবিডি Tour.com.bd-র প্রতিনিধিরা এখন থেকে সরাসরি ফেইসবুক মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট টিম এবং গ্লোবাল স্টার্টআপদের সাথে কাজ করার সুযোগ পাবে ।
২০১৫ সালে সানফ্রান্সিসকোতে ফেইসবুক তার ‘এফ৮ ডেভেলপার সম্মেলনে’ গ্লোবাল স্টার্টআপদেরকে ২৫০ মিলিয়ন ডলারের যে সুযোগ সুবিধা দেয়ার ঘোষণা দেয় তারই ধারাবাহিকতায় বাংলাদেশের একমাত্র কোম্পানি টুর ডটকম ডটবিডি Tour.com.bd এই সহযোগিতা পেল ।
এই বিষয়ে টুর ডটকম ডটবিডিTour.com.bd-র প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা লায়ন মোহাম্মদ এমরান জানান – ‘এটা অবশ্যয় আমাদের কোম্পানি এবং দেশের জন্য একটা গর্বের বিষয়, আমাদের চিন্তা চেতনা যে বিশ্বমানের বা আমরাও যে বিশ্বমানের চিন্তা করতে পারি সেটা যেমন প্রকাশ পায় তেমনি এই ধরনের কাজ করে বিশ্বের দরবারে বাংলাদেশকে এগিয়ে নিতে উত্সাহ যোগায় ।
টুর ডটকম ডটবিডি Tour.com.bd হচ্ছে ইন্সেপশন গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান যেটা যাত্রা শুরু করে ২০১৪ সালে । এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে কেউ অনলাইনে ভ্রমন সংক্রান্ত যাবতীয় তথ্য, সেবা, পরিসেবা এবং বিভিন্ন সমস্যার সমাধান সহজেই খুঁজে পাবে। সম্প্রতি টুর ডটকম ডটবিডি Tour.com.bd দেশের বিভিন্ন ট্যুর অপারেটর, ট্রাভেল গাইড, হোটেল, রিসোর্ট, বাস, কার, শীপ এবং এয়ার লাইন্সকে একই প্ল্যাটফর্মে সংযুক্ত করার বিশেষ উদ্যোগ নিয়েছে পাশাপাশি মেডিকেল টুরিজম নিয়ে কাজ করছে ।