প্রযুক্তি দুনিয়ায় নতুন এক উদ্ভাবন নিয়ে এসছে অ্যাপল ৷ ল্যাপটপের ফিজিক্যাল কিবোর্ড সরিয়ে আধুনিক প্রযুক্তিতে তৈরি প্লাস্টিক বা কাঁচের কিবোর্ড আনার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সংস্থা অ্যাপল ৷
তবে, এর পিছনে রয়েছে অবশ্য আরও একটি কারণ ৷ সম্প্রতি, ম্যাকবুক কিবোর্ডের খারাপ ফলাফলের জন্য সংস্থা সম্মুখীন হয়েছে কঠিন সমালোচনার৷ যদিও, পরিস্থিতি সামলে নিয়ে কর্তৃপক্ষ নিয়ে আসে ম্যাকবুক প্রো কিবোর্ড ৷
ভবিষ্যতে ব্যবহারকারীদের উন্নতমানের পরিসেবা দেওয়ার জন্য নিয়ে আসছে আধুনিক প্রযুক্তিতে তৈরি ডুয়েল স্কিনের ল্যাপটপ! সূত্রমতে, পুরোপুরিভাবে ফিজিক্যাল কিবোর্ড সরিয়ে প্লাস্টিকের কিবোর্ড নিয়ে আসার পরিকল্পনা করছে মার্কিন সংস্থাটি ৷
ডিসপ্লেতে অ্যাক্টিভ থাকা বিভিন্ন অ্যাপ্লিকশন অনুযায়ী পরিবর্তিত হতে পারে এই আধুনিক কিবোর্ডটি ৷ নতুন এই কিবোর্ড নিয়ে বেশ আশাবাদী সংস্থাটি ৷ ক্রেতারা যাতে সঠিক পরিসেবা পান, বিষয়টি নিয়ে যথেষ্ট সচেতন সংস্থাটি ৷ সেজন্যই সংস্থা এনেছে একটি বিশেষ প্রোগ্রাম ৷ যেখানে ম্যাকবুক কিবোর্ড ব্যবহারকারীরা কোনও সমস্যায় পড়লে সেটিকে সংশোধনের করতে পারবেন একেবারে বিনামূল্যে ৷