চলতি অর্থ-বছরে সংশোধিত নীতিমালার আলোকে আরও কিছু সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়।
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় জানায়, সম্প্রতি এক হাজার ৬৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। এ বাবদ বার্ষিক ব্যয় হবে ৪৫৬ কোটি ৩২ লাখ ১৮ হাজার টাকা। এই ব্যয়ের পরেও এই অর্থ বছরের বরাদ্দের আরও ৪০৮ কোটি ৬৭ লাখ ৮১ হাজার টাকা অবশিষ্ট থাকবে। এই টাকায় আরও কিছু প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে।