দেশের বাজারে ওয়ালটন এনেছে দারুণ এক ডেস্কটপ। ডাব্লিউ ডি পিসি ৭১০০০৪ মডেলের ডেস্কটপটি দেখতে আকর্ষণীয়। ডেস্কটপটির সিপিইউর কেসিংয়ের একপাশ স্বচ্ছ। ফলে এর ভেতরের অংশগুলো দেখা যায়। সিপিইউটিতে আছে ইনটেল কোর আই থ্রি সেভেন জেনারেশনের প্রসেসর। এর ক্লকস্পিড ৩.৯০ গিগাহার্জ। কম্পিউটারটিতে ইনটেল বি২৫০ মডেলের এক্সপ্রেস চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে আছে ৪ জিবির ২৪০০ মেগাহার্জের ডিডিআর ফোর র্যাম। স্টোরেজের জন্য রয়েছে ১ টেরাবাইট সাটা হার্ডডিস্ক। হার্ডডিস্কের ডাটা রিডিং স্পিড ৭২০০ আরপিএম। ফ্রি ডস অপারেটিং সিস্টেম সম্বলিত এই ল্যাপটপটিতে উইন্ডোজ কিংবা ক্রোম অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে ।ডিভাইসটিতে ইনটেল এইচডি গ্রাফিক্স ৬৩০ কার্ড সংযোজন করা আছে। ডিভিডি অপটিক্যাল ড্রাইভ সমৃদ্ধ ডেস্কটপটিতে রিয়েলটেক হাই ডেফিনেশন অডিও সিস্টেম ব্যবহার করা হয়েছে। নেটওয়ার্কিংয়ের জন্য আছে রিয়েলটেক ল্যান চিপ। ডেস্কটপটির রেগুলার প্রাইজ ৩১ হাজার ৫০০ টাকা। মেলায় ৯ শতাংশ ছাড়ে এটি বিক্রি হচ্ছে ২৯ হাজার ১১০ টাকা।
ওয়ালটনের ডেস্কটপ, দাম কত?
written by Baadshah
আগস্ট ৫, ২০১৮
Baadshah
Baadshah is a professional It blogger and writer.
previous post