ক্রিকেটের দারুণ ভক্ত তথ্যপ্রযুক্তি মন্ত্রী-প্রতিমন্ত্রী। দেশের তথ্যপ্রযুক্তি বেসিস বনভোজনে ক্রিকেট খেললেন মন্ত্রী মোস্তাফা জব্বার। সম্প্রতি জুনাইদ আহমেদ পলককেও ক্রিকেট খেলতে দেখা যায়।
দেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় বাণিজ্যিক সংগঠন বেসিসের বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
শনিবার গাজিপুর কালিয়াকৈর আনন্দ পার্ক ও রিসোর্ট এ এই বনভোজনের আয়োজন করে বেসিস।আয়োজনে বেসিসের প্রায় ১২০০ জন সদস্য অংশগ্রহণ করেন।
শনিবার বিকেলে গাজিপুর কালিয়াকৈর আনন্দ পার্ক ও রিসোর্ট এ বনভোজন উপলক্ষে আয়োজিত ক্রিকেট ম্যাচে ক্রিকেট খেলেন মন্ত্রী মোস্তাফা জব্বার।
আয়োজনে ১৪ টি টিমের মধ্য থেকে লটারি করে ৬টাকে বাদ দেয়া হয়। বাকি ৮টা টিম খেলায় অংশগ্রহণ করেন। খেলোয়ারদের অনুরোধে মাঠে মন্ত্রী কিছুক্ষণের জন্য ব্যাট হাত নিয়ে কয়েকটা বল মারেন।
মোস্তাফা জব্বার চলতি মেয়াদে বেসিস সভাপতি ছিলেন। ১ জানুয়ারি তিনি মন্ত্রী হসেবে শপথ গ্রহণ করেন।