গুগল তাদের সহজ মেইল ব্যবস্থাপনা সেবা গুগল ইনবক্স বন্ধ করে দেবে। ইনবক্সের সব ফিচার জিমেইলে যুক্ত হবে। ৪ বছর আগে ইনবক্স অ্যাপটি এনেছিল গুগল। আধুনিক ইমেইল সেবা প্রদান করাই ছিলো তাদের উদ্দেশ্য ।ইনবক্স অ্যাপে ম্যাসেজ থ্রেডিং, প্রয়োজনীয় বা প্রায়োরিটি মেইল আলাদা করা, মেইলের উত্তর দেয়া বা সোয়াইপ জেসচারের মাধ্যমে ট্র্যাশ করা, একাধিক ইমেইল এক ইনবক্সে দেখানোর মতো ফিচারগুলো দেয়া হয়েছিল।
গুগল বলছে, ইনবক্সের সব সেবা জিমেইল থেকে পাওয়া যাবে। ফিচার ইনবক্স থেকে জিমেইলে যুক্ত করার কাজ চলছে। ২০১৯ সালের মার্চে অ্যাপটি বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে গুগল।
গুগল ইনবক্স সুবিধা বন্ধ হচ্ছে
previous post