গ্রামীণফোনের নতুন নম্বর সিরিজ ০১৩ চালু হবার মাত্র চারদিনের মধ্যে লক্ষাধিক গ্রাহক এই সংযোগ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানটির প্রথম নম্বর সিরিজ ০১৭ এর সংযোগ প্রায় শেষ হয়ে যাওয়ায় গত ১৪ অক্টোবর ২০১৮ এ নতুন নম্বর সিরিজ চালু করে।
গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান বলেন, ‘০১৩ এর বিপুল চাহিদা দেখে আমরা আনন্দিত। এই চরম প্রতিযোগিতার সময়ে এমন চাহিদা গ্রামীণফোনের উন্নততর নেটওয়ার্কের উপর গ্রাহকদের আস্থার আরেকটি বহি:প্রকাশ। আমরা নেটওয়ার্কের মান উন্নত রাখতে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাবো। আমি সবাইকে বাংলাদেশের ১ নম্বর নেটওয়ার্ক ও তার নতুন নম্বর সিরিজ ০১৩ এ আমন্ত্রণ জানাচ্ছি।’
দেশের সর্বত্র ০১৩ সিরিজের সংযোগ পাওয়া যাচ্ছে মাত্র ১০০ টাকায়। নতুন সিমে প্রথম রিচার্জ ৩৪ টাকায় পাওয়া যাবে ১ পয়সা/সেকেন্ড কলরেট ৩০ দিন মেয়াদে আর ৭ দিন মেয়াদে ১ জিবি ইন্টারনেট ফ্রি। পরবর্তী নয় মাসে (১ম মাস সহ) তারা ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট কিনতে পারবেন প্রতি মাসে একবার।
১ comment
আমি ১৮/২/১৯ তাং এ ০১৩ সরিজের নতুন সিম কিনেছি ১ জিবি পেয়েছি।কত তারিখে ৯ টাকা রিচাজ করলে আবার ১ জিবি পাবো?পরে আবার কত তারিখে?