সোশ্যাল মিডিয়ার হিসেবে জনপ্রিয়তায় বেশ পিছনে রয়েছে টুইটার। তাই আরও বেশি ইউজার্স ফ্রেন্ডলি করে তুলতে নতুন দুই ফিচার আনছে টুইটার। নতুন দু’টি ফিচার ছাড়াও বেশ কিছু পরিবর্তন আসছে মাইক্রো ব্লগিং সাইটটিতে।
টুইটার সিইও জ্যাক ডোরসে এক টুইটে লিখেছেন, ‘প্রেজেন্স’ ও ‘থ্রেডিং’ নামের নতুন দু’টি ফিচার যুক্ত হতে চলেছে। প্রথমটির দ্বারা টুইটার ব্যবহারকারী যাদের ফলো করেন, তাদের এনগেজ করা সহজ হবে। দ্বিতীয়টির দ্বারা ফেসবুকের মতো থ্রেডের মাধ্যমে কোনো কথোপকথনে অংশ নেয়া যাবে।
টুইটারের হেড অব দ্য প্রোডাক্ট সারা হায়দার মনে করেন, নতুন দুই ফিচার টুইটারকে আরও বেশি ইউজার্স ফ্রেন্ডলি করে তুলবে। বর্তমানে টুইটার ব্যবহারকারী সংখ্যা ৩৩ কোটির বেশি আর ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২১৯ কোটির বেশি। ধারণা করা হচ্ছে, নানা পরিবর্তনের মাধ্যমে ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চাচ্ছে টুইটার ।