বেসরকারি উদ্যোগে টায়ার-৩ মানের ডেটা সেন্টার স্থাপনের পাশাপাশি দেশে প্রথম বারের মতো লিথিয়াম ব্যাটারির মাধ্যমে ইউপিএস নির্ভর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো তৈরি করছে দেশের প্রতিশ্রুতিশীল প্রযুক্তি ব্যবসায় প্রতিষ্ঠান টেক রিপাবলিক লিমিটেড। নগরীর গুলশানে স্থাপিত হচ্ছে মোবিল যমুনা লি: (এমজেএল) এর এই ডেটা সেন্টারটি।
ভবিষ্যত প্রযুক্তি সুবিধা কাজে লাগিয়ে দেশের বৃহৎ এই বেসরকারি প্রতিষ্ঠানটি তথ্য সংরক্ষণাগারকে সচল রাখতে টেক রিপাবলিক লি: কেবল ডেটা সেন্টারই নয়, সেন্টারটির পুরো ভবনকে একটি সেন্ট্রাল ইউপিএস অবকাঠামোর অধীনে নিয়ে আসছে বলে জানান টেক রিপাবলিক ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ফয়েজ মোরশেদ।
তিনি জানান, উদ্যোগ বাস্তবায়নে গত ২৫ নভেম্বর এমজে এল বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট অফিসে একটি সমঝোতা চুক্তি হয়েছে। তিনি ছাড়াও ওই চুক্তি অনুষ্ঠানে এমজে এল বাংলাদেশের সিইও এম মুকুল হুসাইন ও সিটিও শাফকাত মাহমুদ ফাহমি এবং ম্যানেজার শেখ এমডি জাভেদ হাসান এবং টেক রিপাবলিক লিমিটেডের নির্বাহী পরিচালক মেহেদি হাসান ও প্রকল্প ব্যবস্থাপক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।