ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা কাজে লাগাতে সরকার তথ্যপ্রযুক্তি নির্ভর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আধুনিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষিত মানবসম্পদ তৈরি করতে মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, দেশে প্রচলিত শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ কম। তরুণ প্রজন্ম বাংলাদেশের বড় সম্পদ জানিয়ে তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম অত্যন্ত মেধাবী। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের মেধাকে কাজে লাগাতে উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি।’ এ জন্য বর্তমান সরকার তথ্যপ্রযুক্তি নির্ভর বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। এর মাধ্যমে তারা নিজেদের জন্য সম্ভাবনার জায়গা তৈরি করে নিতে পারবে।
গত মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের সফটওয়্যার টেকনোলজি পার্কে আইসিটি বিভাগের উদ্যোগে মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার। মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষিত মানবসম্পদ তৈরি করতে দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। নিজেদের মেধা ও সৃজনশীলতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত শিক্ষার বাইরে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
উল্লেখ্য, তথ্য ও প্রযুক্তি খাতের স্থানীয় বাজার সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য বাংলাদেশকে প্রস্তুত করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন তৈরির ওপর দেশব্যাপী বিনামূল্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন। পাঁচ মাসব্যাপী এ প্রশিক্ষণে প্রথম দফায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় পর্যাক্রমে মোট ১৬,১০০ জন তরুণ তরুণীকে মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন তৈরির দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হবে।