দেশের বাজারে বিএমডব্লিউ সেভেন সিরিজ মডেলের নতুন গাড়ি এসেছে। ‘সেভেন সিরিজ এলসিআই’ সেডান গাড়িটি কসল উন্মোচন করা হয়। তিন হাজার সিসির বিলাসবহুল হাইব্রিড এ গাড়ির দাম পড়বে আড়াই কোটি টাকা।
এর আগে ২০১৬ সালে সেভেন সিরিজ মডেলের প্রথম সেডান গাড়ি দেশের বাজারে আসে। সেভেন সিরিজের গাড়িটির ১৫০টি বিক্রি হয়। সব মিলিয়ে দেশে প্রায় ৯০০ বিএমডব্লিউ গাড়ি রয়েছে বলে জানা গেছে।
বিএমডব্লিউ প্রতি চার বছর পর তাদের গাড়ির মডেলে পরিবর্তন আনে, যার মাধ্যমে গাড়িটি চেহারা ও প্রযুক্তিতে আরও উন্নত করা হয়। নতুন এ সেডান কারের বিক্রির ঘোষণা উপলক্ষে আমদানিকারক প্রতিষ্ঠান এক্সিকিউটিভ মোটরস রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে জানানো হয়, নতুন এ ফ্ল্যাগশিপ মডেলে রয়েছে উদ্ভাবনী নিয়ন্ত্রণের সুবিধা, ড্রাইভিং অ্যাসিসটেন্স, অত্যাধুনিক প্রযুক্তি সংযোগ, যা গাড়িপ্রেমীদের দেবে নতুন ধরনের ড্রাইভিং অভিজ্ঞতা।