পাসপোর্ট নতুন মেয়াদ, রিইসু বা নবায়ন করা অনেক সহজ একটি কাজ। আপনার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ন হয়ে যাবার আগেই নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। কিভাবে পাসপোর্ট নবায়ন করবেন? জেনে নিন সহজ কিছু প্রক্রিয়া।
পাসপোর্ট নবায়ন করতে হলে আপনার যাওয়া উচিৎ আঞ্চলিক অফিস এ। অবশ্যই আপনার নিকটস্থ আঞ্চলিক অফিসে যাবেন। তার আগে অবশ্যই একটি নির্দিষ্ট পরিমান ফী জমা দিয়ে যাবেন। বিভিন্ন ব্যাংকে এখন ফী জমা নিচ্ছে। সোনালী ব্যাংক সহ, ঢাকা ব্যাংক ইত্যাদিতে ফী জমা দিতে পারবেন। এছাড়াও অনলাইনেও ফী জমা দেয়া যায়। তবে রিইস্যু বা নবায়নের ক্ষেত্রে অনলাইনে জমা দেয়া ঠিক নয়।
আবেদন করবেন কিভাবে: অনলাইন অথবা পাসপোর্ট অফিস নির্ধারিত নবায়ন/রিইস্যু ফরম সংগ্রহ করতে হবে। তারপর ফরমটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। অনলাইনে ডাউনলোড করে নিতে পারেন। ফটোকপির দোকানেও পাবেন।
ফরম পূরণ করার সময় আপনি যদি আপনার বর্তমান পাসপোর্টের কোনো তথ্য সংশোধন/পরিবর্তন করতে চান সে ক্ষেত্রে নিচের ঘরে দুটি নিয়ম সুন্দর করে লেখা আছে। যদি কোনো তথ্য পরিবর্তন করতে চান তাহলে দ্বিতীয় ঘরে লিখবেন। তবে স্থায়ী ঠিকানা পরিবর্তন করলে পুলিশ ভেরিফিকেশন হয়।
আবেদনের সঙ্গে বর্তমান পাসপোর্টে যে পেজে ছবি আছে সে পেজ ফটোকপি ও জাতীয় পরিচয়পত্রসহ জমা দিতে হবে। সবার ওপরে টাকা জমার রশিদ আঠা দিয়ে লাগাতে হবে। সঙ্গে পুরোনো পাসোপার্ট নেবেন।
ফি কত লাগবে: কয়েকটি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। যেমন ওয়ান ব্যাংক, ব্যাংক এশিয়া, ট্রাস্ট ব্যাংক, সোনালী ব্যাংক। সাধারণ পাসপোর্টের জন্য যদি মেয়াদ শেষ এবং ১ বছরের মধ্যে হয় তখন ৩ হাজার ৭৯৫ টাকা জমা। মেয়াদ শেষ এবং ২ বছরের মধ্যে হলে ৪ হাজার ১৪০ টাকা। মেয়াদ শেষ এবং ৩ বছরের মধ্যে হলে ৪ হাজার ৪৮৫ টাকা। মেয়াদ শেষ এবং ৪ বছরের মধ্যে হলে ৪ হাজার ৮৩০ টাকা। মেয়াদ শেষ এবং ৫ বছরের মধ্যে হলে ৫ হাজার ১৭৫ টাকা।
এটি পেতে সময় লাগবে ২১ দিন। জরুরি করার জন্য মেয়াদ শেষ এবং ১ বছরের মধ্যে হলে ৭ হাজার ২৪৫ টাকা। মেয়াদ শেষ এবং ২ বছরের মধ্যে হলে ৭ হাজার ৫৯০ টাকা। মেয়াদ শেষ এবং ৩ বছরের মধ্যে হলে ৭ হাজার ৯৩৫ টাকা। মেয়াদ শেষ এবং ৪ বছরের মধ্যে হলে ৮ হাজার ২৮০ টাকা। মেয়াদ শেষ এবং ৫ বছরের মধ্যে হলে ৮ হাজার ৬২৫ টাকা। এটি পেতে সময় লাগবে ১১ দিন।
সবকিছু ঠিক ঠাক থাকলে আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তারপর আপনি পাসপোর্টটি আনতে পারবেন। আরও বিস্তারিত জানতে www.dip.gov.bd এ ওয়েবসাইটে প্রবেশ করুন।
আরও পড়ুন: