ফুটবলে মেতে উঠেছে গোটা বিশ্ব। তার সঙ্গে তাল মিলিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলও। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ফিচারের পাশাপাশি কোয়ার্টার ফাইনালের ডুডলও তুলে ধরেছিল গুগল। অাশা করা যায় সেমিফাইনাল, ফাইনালেও ডুডল হবে।
কিছুদিন পর পরই গুগলে ডুডল লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক খ্যতনামা ব্যাক্তিদের জন্ম/মৃত্যুর তারিখ, বিশেষ দিবসসহ বিভিন্ন বিষয়ে গুগলে ডুডল লক্ষ্য করা যায়। সম্প্রতি চলছে ফুটবল বিশ্বকাপের আয়োজন। এ উপলক্ষ্যে গতকালও গুগলে বিশেষ ডুডল প্রদর্শীত হয়েছে। ব্রাউজার দিয়ে গুগলের সার্চ পেজটি খুললেই নজরে পরে এই ডুডলটি। এতে দেখা যায় বিভিন্ন রঙ্গের জার্সি গাঁয়ে কয়েক জন একটি ফুটবল কেন্দ্র করে দৌঁড়াচ্ছে। এছাড়া আরো কয়েকটি ছবি দেখা গিয়েছে এই ডুডলে।
যারাই গুগলের হোমপেজে যাচ্ছেন রাশিয়া বিশ্বকাপ নিয়ে রঙিন ফিচার দেখতে পাচ্ছেন। আবার গুগল লোগোটির ওপরে ক্লিক করলেই জানিয়ে দিচ্ছে ঐ দিনের খেলার সব তথ্য। কার সঙ্গে কার ম্যাচ, সময়, সবগুলো দলের প্রোফাইলসহ নানা অজানা তথ্য।
এতেই বোঝা যাচ্ছে, সারা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ফুটবল জ্বরে কাঁপছে গুগলও।