স্মার্টফোনের কয়েকটি বাজার ঘুরে দেখা গেল এখন কয়েকটি মডেলের ফোনের চাহিদা বেশি। পুরোনো কয়েক মডেলের আইফোন ৬০ থেকে ৭০ হাজারে বেচা কেনা হচ্ছে। রিফারবিশডগুলো আর সেকেন্ডহ্যান্ড আরও কম দামে পাওয়া যাবে। পিকাবুতে আইফোন টেনের দাম লাখ টাকার ওপরে।
এর বাইরে স্যামসাং, আসুস, হুয়াওয়ে, শাওমি, এলজি, ভিভো, অপোর মতো ব্র্যান্ডের পাশাপাশি বাজারে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন, উই, সিম্ফনির ফোন বিক্রি ভালো।
বাজারে এখন সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শাওমি ফোন। শাওমি রেডমি সিরিজের ফোনের বিক্রি বেশি। ১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে নানা রেঞ্জের ফোন বিক্রি হচ্ছে বেশি।
সম্প্রতি দেশের বাজারে উন্মোচন হওয়া হুয়াওয়ের নোভা সিরিজের থ্রি আই ফোনটি ভালো বিক্রি হচ্ছে। ডিভাইসটি বিক্রি হচ্ছে ২৮ হাজার ৯৯০ টাকায়। ২৪ হাজার টাকার মূল্যের স্যামসাং গ্যালাক্সি জে৭ ডুয়ো ও ১৪ হাজার ৯৯০ টাকার মূল্যের জে৭ নেক্সট বিক্রি ভালো বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটির গ্যালাক্সি এস৯ প্লাস ফোনটিও বিক্রি হচ্ছে। এদিকে শাওমির মিডরেঞ্জ বাজেটের পোকো এফ১ বাজারে বিক্রি হচ্ছে। তবে অফিসিয়ালভাবে এখনো ডিভাইসটি দেশের বাজারে উন্মোচন হয়নি। থার্ডপার্টি শপে তা বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ হাজার টাকার মধ্যে। অন্যান্য ফোনের মধ্যে ওয়ালটন, টেকনো ও সিম্ফনির ফোনে অনেেকের আগ্রহ বেশি। তবে যাঁরা ক্যামেরা ফোন কিনতে চান তারা ভিভোর নতুন ফোনগুলো খুঁজছেন।