ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৯ উপলক্ষে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার দিচ্ছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করে বাণিজ্যমেলার প্রবেশ গেট অথবা অনলাইন (https://e-ditf.com) থেকে মূল্যের টিকেট কিনে গ্রাহক ৫০% তাৎক্ষণিক ক্যাশব্যাক পেতে পারেন। মেলায় প্রতিটি টিকেটের প্রবেশ মূল্য ৩০ টাকা। তাছাড়া বাণিজ্যমেলায় বিকাশের বুথে এসে নতুন বিকাশ একাউন্ট খুলে মেলায় বিনামূল্যে প্রবেশের সুবিধা নিতে পারেন। ক্যাশব্যাক অফারটি মেলার শেষদিন পর্যন্ত চলবে।
প্রবেশ টিকেট ছাড়াও বাণিজ্যমেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলে রয়েছে বিকাশে পেমেন্ট করে ১৫% পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করার সুযোগ।
একজন বিকাশ গ্রাহক একদিনে প্রবেশ টিকেটে সর্বোচ্চ ৩০ টাকা এবং মেলা চলাকালীন পুরো সময়ে সর্বোচ্চ ৬০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। আর মেলার অভ্যন্তরে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে একজন গ্রাহক সর্বোচ্চ ৫০০ টাকা ক্যাশব্যাক পেতে পাবেন। বিকাশের ক্যাশব্যাক অফার পাওয়া যাবে এমন প্রতিষ্ঠানের তালিকা বিকাশের ওয়েবসাইট www.bkash.com এ।
যে কোন প্রাপ্তবয়স্ক নাগরিক জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এবং একটি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে বাণিজ্যমেলায় বিকাশ বুথে এসে বিনামূল্যে বিকাশ একাউন্ট খুলতে পারবে।