আর মাত্র কদিন বাকি ছিল। কিন্তু আর মনে হয় ৩১ মার্চ নির্বাচন হবে না। কারণ নির্বাচন বাতিল করা হয়েছে। একই সঙ্গে বর্তমান কমিটির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে।বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশে ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচন বাতিল করে নতুন পুন:তফশিল ঘোষণার নির্দেশ দিয়েছে।বেসিসের ১১ জন সদস্যের আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় সম্প্রতি এ নির্দেশনা দেয়। আদেশে বলা হয়েছে, ৩১ অক্টোবরের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করে নির্বাচনের পুন:তফসিল ঘোষণা করতে হবে।একই আদেশে বর্তমান কমিটিকে নির্বাচনের ব্যবস্থা করতে সময় দেওয়া হয়েছে এবং মেয়াদ বাড়ানো হয়েছে ৬ মাস। তথ্যসূত্র: যুগান্তর।
বাতিল হল বেসিস নির্বাচন, আর কি হবে?
previous post