মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে সকাল ১০টা ৪২ মিনিটে করোনা টিকা নেন। এর আগে তিনি টিকা নিবন্ধন সম্পন্ন করে নির্ধারিত বুথে গিয়ে টিকা নেন।
এ উপলক্ষ্যে তিনি বলেন একটি চক্রান্তকারী মহল টিকার বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি গুজবে কান না দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে নিবন্ধন করে করোনার টিকা গ্রহণের জন্য ফ্রন্টলাইনারসহ সকলের প্রতি আহ্বান জানান। টিকা গ্রহণ করার পর কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বলে তিনি জানান। ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।