শুক্রবার মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব) এ রুবিক্স কিউবের উপর একটি কর্মশালার আয়োজন করা হয়। প্রায় ৪ ঘণ্টার এই কর্মশালাটিতে ১৩ জনকে হাতেকলমে রুবিক্স কিউব মেলানোর বিভিন্ন কৌশল শেখানো হয়। প্রথম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
আজ রুবিক্স কিউব কর্মশালায় শুধু ৩*৩*৩ কিউব মেলানো শেখানো হয়, এছাড়া আরও প্রায় ১৫ টি বিভিন্ন রকমের কিউবের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়।
আজকের কর্মশালাটি পরিচালনা করেন মাকসুদুল আলম বিজ্ঞানাগারের স্বেচ্ছাসেবক ইফাত আরা। এছাড়াও কর্মশালায় সহযোগী হিসেবে ছিলেন ম্যাসল্যাবের স্বেচ্ছাসেবক ইউসুফ জামিল,শ্রুতি চৌধুরী, মীর উমাইমা হক পদ্ম ও মিশাল ইসলাম।