২০১৯ সালের ২২ থেকে ২৭ আগস্ট রাশিয়ার কাজানে ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশন আয়োজন করা হবে। বাংলাদেশ প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় বিশেষত তথ্যপ্রযুক্তি বিভাগে অংশগ্রহণ করবে। এ লক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ (ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল-এনএসডিসি) এ বছর বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করে রাইজিং স্টারদের বাছাই করবে।
যারা আগামী বছর কাজানের মূল প্রতিযোগিতায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ জানিয়েছে, বিভাগীয় ও জাতীয় প্রতিযোগিতার সূচি খুব শিগগির ঘোষণা করা হবে।
তবে জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ সচিবালয় ইতিমধ্যে তাদের সাইটে ট্রেডগুলো পাবলিশ করেছে। যার ওপর প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
প্রতিযোগিতায় আইটি সফটওয়্যার সল্যুশন ফর বিজনেস (https://bit.ly/2nGAMJr), ইনফরমেশন নেটওয়ার্ক ক্যাবলিং (https://bit.ly/2MgFUCB) এবং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট (https://bit.ly/2ODqPrk) বিভাগে অংশগ্রহণ করা যাবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করা যাবে http://www.nsdc.gov.bd/risingstar/registration/ এই ঠিকানা থেকে।