নতুন একটি স্মার্টফোন সিরিজ শুরু করছে শাওমি। পোকোফোন নামে একটি ডিভাইস খুব শিগগিরই বাজারে আনবে তারা।ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা না গেলেও, একটি ভিডিও ফাঁস হয়েছে।সামনে থাকছে বড় নচ যুক্ত ডিসপ্লে।
যা থেকে ধারণা করা হচ্ছে, ফোনটিতে দেয়া হবে থ্রিডি ফেইস স্ক্যান প্রযুক্তি। তবে নচ থাকলেও বাদ পড়েনি ডিসপ্লের নিচে থাকা বেজেল। পেছনে আছে ডুয়েল ক্যামেরা, তবে তা শাওমির অন্যান্য ফোনের মতো এক পাশে নয়, বরং মাঝামাঝি বসানো হয়েছে।
ফোনের পেছনে বা সামনে নেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফলে ফেইস স্ক্যানিংই ফোনটির একমাত্র বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা হতে পারে। প্রসেসর কি হবে তা জানা যায়নি। তবে ফোনটিতে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও আর এমআইইউআই ইন্টারফেইস থাকার কথা জানা গেছে।
র্যাম থাকবে ৬ গিগাবাইট পর্যন্ত আর স্টোরেজ হবে ১২৮ গিগাবাইট। ফোনটি ভারত ও অন্যান্য দেশে আগে উন্মোচন করা হতে পারে।