তরুণদের স্মার্টফোন ব্যবহারে ভিন্নমাত্রা যোগ করতে স্যামসাং নিয়ে এসেছে এম সিরিজের নতুন স্মার্ট ডিভাইস গ্যালাক্সি এম৩১। ইতিমধ্যেই, ডিভাইসটি বিশ্বব্যাপী অবমুক্ত করা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম৩১ স্মার্টফোনের অনন্য বৈশিষ্ট্য:
শক্তিশালী ব্যাটারি
গ্যালাক্সি এম৩১ স্মার্ট ডিভাইসে রয়েছে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এর ফলে, ব্যবহারকারীরা ব্যাটারি ব্যাকআপের টেনশন ছাড়াই নিশ্চিন্তে ফোনটি ব্যবহার করতে পারবেন। দ্রæতগতিতে চার্জের জন্য থাকছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং। এছাড়াও, ডিভাইসটি দিয়ে ফুল চার্জে ২১ ঘণ্টা পর্যন্ত ইন্টারনেট, ২৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও, ৪৮ ঘণ্টা পর্যন্ত কথা বলা ও ১১৯ ঘণ্টা পর্যন্ত গান শোনা যাবে। যারা মোবাইলে দীর্ঘক্ষণ ইন্টারনেট ব্যবহার, ভিডিও উপভোগ, কথা বলা ও গান শুনতে পছন্দ করেন তাদের বেশ উপযোগী হতে পারে গ্যালাক্সি এম৩১ স্মার্ট ডিভাইসটি।
হাই রেজ্যুলেশন মোবাইল ফটোগ্রাফি
গ্যালাক্সি এম৩১ স্মার্ট ডিভাইসে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে অনায়াসে চমৎকার সেলফি তোলা যাবে। এছাড়াও, ডিভাইসটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা।
ডিভাইসটির ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে দিনে কিংবা রাতে যেকোনো সময় ঝকঝকে ও উজ্জ্বল ছবি তোলা যাবে। পাশাপাশি, ডিভাইসটির আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে কোনো দৃশ্যবস্তুর ডিটেইল ছবি তোলা যাবে। ধরুন, আপনি কোন দর্শনীয় স্থানে ঘুরতে বেড়িয়েছেন। স্থানটির অপরূপ দৃশ্যে আপনি অভিভ‚ত। আপনার চোখ যতদ‚র দৃষ্টি মেলে, সেই পুরো দৃশ্যটি আপনি ক্যামেরাবন্দী করতে চান। এক্ষেত্রে, গ্যালাক্সি এম৩১ এর আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে পুরো দৃশ্যটির ডিটেইল ছবি তোলা যাবে। ম্যাক্রো লেন্স ব্যবহার করে চমৎকার ক্লোজআপের পাশাপাশি, ম্যাক্রো লেন্স দিয়ে ব্যাকগ্রাউন্ড বøার করে সাবজেক্টের খুব কাছ থেকেও নিখুঁত ছবি তোলা যাবে। সাথে থাকছে রিয়ার ও ফ্রন্ট ক্যামেরায় ফোরকে রেজ্যুলেশনের ভিডিও রেকর্ডিং।
ডিভাইসটিতে লাইভ ফোকাস ইফেক্ট থাকায় ব্যাকগ্রাউন্ডের ডেপথ অব ফিল্ড ছবি তোলার আগে ও পরে যেকোনো সময় অ্যাডজাস্ট করে সাবজেক্টকে হাইলাইট করা যাবে। এর পাশাপাশি, ডিভাইসটির ক্যামেরায় প্রফেশনাল গ্রেডের অ্যাকশন ক্যামেরা ফিচার পাওয়া যাবে। ফলে, ডিভাইসটি দিয়ে সুপার স্টেডি ভিডিও রেকর্ড করা যাবে। গ্যালাক্সি এম৩১ এর ক্যামেরাতে নাইট মোড ব্যবহার করে অনেক ডিইটেল ও ব্রাইট ছবি ক্যাপচার করা যাবে।
গ্যালাক্সি এম৩১ স্বয়ংক্রিয়ভাবে ২০ ধরনের সিন রিকগনাইনজ করে, কালার এনহ্যান্স করে। ছবির তিনটি সাধারণ ভুল চিহ্নিত করতে পারে। যেমন: আই বিøঙ্ক, বøারি ইমেজ ও অতিরিক্ত ব্যাক লাইট। এতে করে, সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করার আগে কোনো থার্ড পার্টি অ্যাপ দিয়ে ছবির রঙ ঠিক করে নিতে হবে না। বিভিন্ন ধরনের সেলফি মোড ব্যবহার করে চমৎকার সেলফি তুলে এডিটিংয়ের ঝামেলা ছাড়াই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যাবে।
দুর্দান্ত মাল্টিমিডিয়া অভিজ্ঞতা
গ্যালাক্সি এম৩১ স্মার্ট ডিভাইসটিতে রয়েছে ৬.৪ ইঞ্চি এফএইচডি+ এসঅ্যামোলেড ডিসপ্লের সুবিধা। এই ডিসপ্লেতে কনটেন্ট দেখার দুর্দান্ত অভিজ্ঞতা লাভ করা যাবে কারণ, সুপার অ্যামোলেড ডিসপ্লেতে রয়েছে হাই কন্ট্রাস্ট ও আরামদায়ক ডে লাইট ভিউইং, পাওয়া যাবে ৪০ শতাংশ পর্যন্ত বেশি কালারফুল ভিউ, ৩০ শতাংশ পর্যন্ত পাওয়ার সেভিং এবং ১৭০ ডিগ্রি পর্যন্ত ভিউইং অ্যাঙ্গেল। নতুন এ ডিভাইসটি ব্যবহারে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন ইমারসিভ সাউন্ড এক্সপেরিয়েন্স।
সর্বোপরি, যারা অধিক শক্তিশালী ব্যাটারির ফোন, হাই রেজ্যুলেশন মোবাইল ফটোগ্রাফি ও দুর্দান্ত মাল্টিমিডিয়া অভিজ্ঞতা পেতে চান তাদের কথা বিবেচনা করে আশা করা যাচ্ছে বাংলাদেশের বাজারেও স্যামসাং নিয়ে আসবে নতুন স্মার্ট ডিভাইস গ্যালাক্সি এম৩১। ডিভাইসটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এক্সিনোস ৯৬১১ প্রসেসর (১০ ন্যানোমিটার), অক্টাকোর- কোয়াড ২.৩ গিগাহার্টজ + কোয়াড ১.৭ গিগাহাটর্জ স্পিড। ডিভাইসটি অ্যানড্রয়েড ১০ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে, যা ব্যবহারকারীকে ফোন ব্যবহারের দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে।
স্যামসাংয়ের গ্যালাক্সি এম৩১, কি আছে? কেন সবাই কিনবে?
previous post