দিনদিন ই-কারের চাহিদা বেড়েই চলেছে। কেননা, এগুলো যেমন পরিবেশবান্ধব তেমনি খরচও কম। এজন্য পৃথিবীর বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ই-কারের দিকে ঝুঁকছে। এরই ধারাবাহিকতায় পোরসে তৈরি করলো ই-কার। মডেল পোরসে টেকান। তবে এটি এখনই বাজারে আসছে না। এজন্য ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পোরসের সুপার ই-কার -এ বিশেষ কি থাকছে :
মাত্র ১৫ মিনিটের চার্জে গাড়িটি চলবে ৪০০ কিলোমিটার।
চাকা ঘোরানোর জন্য গাড়িটিতে রয়েছে দুইটি শক্তিশালী মোটর। রয়েছে দ্রুতগতিতে চার্জ নিতে সক্ষম এমন ব্যাটারি।
এসব ব্যাটারির জন্য ৪০০ ভোল্টের চার্জার ব্যবহার করা হয়েছে। এসি, ডিসি দু ধরনের কারেন্ট দিয়েই এই ব্যাটারি চার্জ করা যাবে।
পোরসের এই সুপার ই-কারটির বিশেষত্ব হচ্ছে, এটি এক চার্জে ৫০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে পারবে।
গাড়িটির গতি শুন্য থেকে ১০০ কিলোমিটার উঠতে সময় লাগবে মাত্র ৩ সেকেন্ড।
এর ডিজাইনে স্পোটি লুক রয়েছে। গাড়িটির দাম-দর সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।